মাসের প্রথম দিকে জানা গেছিল রিলায়েন্স জিও “জিও ফাইবার” নামের সঙ্গে ব্রডব্যান্ডের জগতে পা রাখতে চলেছে। জানা গেছে যে জিওর পক্ষ থেকে হাই স্পীড ফাইবার টু দা হোম (এফটিটিএইচ) শুরু করা হয়েছে এবং কিছু নির্দিষ্ট এলাকায় এই সার্ভিস চালু করা হয়েছে। জিও 4,500 টাকা সিকিউরিটি ডিপোজিট রেখে 100 জিবি ফ্রি ডেটার সঙ্গে মাসে 1,100 জিবি পর্যন্ত ডেটা দেয়। এখন সামনে আসা একটি নতুন তথ্য থেকে জানা গেছে জিও তাদের ব্রডব্যান্ড সার্ভিস পুরো দেশে চালু করতে চলেছে।
এসে গেছে নতুন পতঞ্জলি সিম কার্ড, বাবা রামদেব দিচ্ছেন ইন্টারনেট ও ভয়েস কলের সঙ্গে আরও অনেক সুবিধা
খবর পাওয়া গেছে জিও তাদের হাইস্পিড ইন্টারনেট সার্ভিস “জিও ফাইবার” খুব তাড়াতাড়ি বাণিজ্যিক রূপে পুরো দেশে চালু করবে। রিপোর্ট অনুসারে জিও তাদের গ্রাহকদের মাত্র 1,000 টাকারও কম দামে 100 এমবিপিএস স্পিডে ইন্টারনেট সার্ভিস দেবে। এই প্ল্যানের সঙ্গে আনলিমিটেড ভয়েস কল ও আনলিমিটেড ভিডিও কলেরও সুবিধা থাকবে। এই সব সার্ভিস পাওয়া যাবে 1,000 টাকারও কম দামে।
এই মুহূর্তে জিও ফাইবার নির্দিষ্ট কিছু জায়গায় ডেমো হিসাবে কাজ করছে যা খুব তাড়াতাড়ি কমার্শিয়াল ভাবে লঞ্চ হবে। জিও ফাইবারের কানেকশনের জন্য গ্রাহকদের 4,500 টাকার সিকিউরিটি ডিপোজিট জমা করতে হয়। এই সার্ভিস হাই স্পিড ফাইবার টু দা হোম সিস্টেমে কাজ করে। এতে একজন গ্রাহক মাসে 25 বার পর্যন্ত ডেটা রিচার্জ করতে পারবেন এবং প্রতি বারে 40 জিবি পর্যন্ত রিচার্জ করা যাবে। এবং কোম্পানির পক্ষ থেকে 100 জিবি ফ্রি ডেটা পাওয়া যায়। অর্থাৎ প্রতি মাসে 1,100 জিবি ডেটা পাওয়া যাবে।
সিমের পর বাবা।রামদেব লঞ্চ করলেন কিংভো অ্যাপ, এখন স্বদেশী অ্যাপ দেবে হোয়াটসঅ্যাপকে টক্কর
জিও ফাইবার অফিসিয়ালি সেলআউট হওয়ার পর অফার কি থাকবে এবং কত দামে কি প্ল্যান পাওয়া যাবে তা জানতে পরবর্তী ঘোষণার অপেক্ষা করতে হবে। আরও একটি তথ্য হল জিও এই মুহূর্তে একটি নতুন সার্ভিস ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন (আইপিটিভি) এর ওপর কাজ করছে। এর সাহায্যে জিও ফাইবারকে টিভির সঙ্গে ব্যবহার করা যাবে।
আশা করা হচ্ছে জিও ফাইবার আগামী মাসের মধ্যে লঞ্চ হবে।