5020 এম‌এএইচ ব‍্যাটারী ও কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে Xiaomi লঞ্চ করল শক্তিশালী ফোন Redmi Note 9S

চীনের অন‍্যতম টেক কোম্পানি Xiaomi কিছু দিন আগে ভারতে তাদের ‘রেডমি নোট’ সিরিজের ফোনের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে কোম্পানির নতুন Redmi Note 9 Pro এবং Redmi Note 9 Pro Max ফোনদুটি লঞ্চ করেছে। এই ফোনদুটি গোটা বিশ্বে সর্বপ্রথম ভারতেই লঞ্চ করা হয়েছে এবং শাওমি ফ‍্যানদের মধ্যে ফোনদুটি যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। গতকাল কোম্পানি আন্তর্জাতিক মার্কেটেও তাদের ‘রেডমি নোট 9’ সিরিজ পেশ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে আন্তর্জাতিক স্তরে লো বাজেট সেগমেন্টে Redmi Note 9S লঞ্চ করা হয়েছে। এক‌ই সঙ্গে এই ফোনটি থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে লঞ্চ করা হয়েছে এবং আগামী 7 এপ্রিল থেকে বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে Redmi Note 9S সেল করা হবে।

আরও পড়ুন: 50000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে ইন্দোনেশিয়াতে লঞ্চ হল Infinix Hot 9

লুক ও ডিজাইন

Xiaomi Redmi Note 9S ফোনটি কোম্পানির ভারতে লঞ্চ করা ফোনগুলির মতো কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা ব‍্যাক প‍্যানেলে স্কোয়ার শেপে অবস্থিত। এই ক‍্যামেরা সেট‌আপ ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে অবস্থিত। Xiaomi Redmi Note 9S এর ব‍্যাক প‍্যানেলে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি। আসলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি এই ফোনের ক্ষেত্রে সাইড প‍্যানেলে মাউন্টেড করা হয়েছে। এর সঙ্গেই ভলিউম রকার বাটন দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে Xiaomi Redmi Note 9S ফোনটি বেজল লেস পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনের পাঞ্চ হোল বেজল থেকে একটু ভেতরের দিকে অবস্থিত। ফোনটির ডিসপ্লের তিনদিক বেজল লেস বানানো হলেও নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া চিন পার্ট দেওয়া হয়েছে।

ফিচার ও স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Xiaomi Redmi Note 9S ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে যা 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লেযুক্ত। শাওমি একে ডটনচ নাম দিয়েছে। এই ফোনটিকে স্প্ল‍্যাশ প্রুফ তৈরি করা হয়েছে যার ফলে এটি জলের হাত থেকে বাঁচে এবং ফোনটি সু্রক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেমের সঙ্গে মিইউআইয়ের লেয়ারিংসহ কাজ করে।

আরও পড়ুন: Corona এর ভয়? সরাসরি Whatsapp এর মাধ্যমে তথ্য দিচ্ছে ভারত সরকার

Xiaomi Redmi Note 9S ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এক‌ইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি আছে। দুটি ভেরিয়েন্টের স্টোরেজ‌ই মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। প্রসেসিঙের জন্য Xiaomi Redmi Note 9S এ 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 8 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেট দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 618 জিপিইউ আছে।

ফোটোগ্রাফির জন্য Xiaomi Redmi Note 9S এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে যা 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দিতে সক্ষম। Xiaomi Redmi Note 9S এর তৃতীয় রেয়ার ক‍্যামেরা সেন্সরটি 5 মেগাপিক্সেলের এবং এটি একটি ম‍্যাক্রো লেন্স। এছাড়াও এই ফোনে একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Xiaomi Redmi Note 9S এ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে।

আরও পড়ুন: কীভাবে ট্র‍্যাক করবেন Coronavirus এর লাইভ আপডেট? হেল্পলাইন নাম্বার থেকে শুরু করে উপদেশ, আপনাদের জন্য র‌ইল সমস্ত ডিটেইলস

Xiaomi Redmi Note 9S একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এর সঙ্গে এতে ফেস আনলক ফিচার‌ও দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,020 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হয়েছে। Xiaomi Redmi Note 9S এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 249 ইউএসডি এবং 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 279 ইউএসডি দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় টাকায় এই দাম যথাক্রমে 18,900 টাকা এবং 21,500 টাকার কাছাকাছি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here