মোবাইল কোম্পানিগুলো তাদের ডিভাইস সেল করার জন্য নানা ধরনের বিজ্ঞাপন ও আকর্ষণীয় অফার আনতে থাকে, কিন্তু সেল পরবর্তী পরিষেবার কথা উঠলে ইউজারদের বিরক্ত প্রকাশ করতে দেখা যায়। ইউজারদের সার্ভিস সেন্টারের চক্কর কাটতে হয় এবং বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে বাধ্য হয়। তবে OnePlus তাদের গ্রাহকদের জন্য লাইফটাইম ফ্রি ডিসপ্লে ওয়ারেন্টি ঘোষণা করে একটি নতুন নজির স্থাপন করেছে। কোন কোন OnePlus মোবাইল ফোনে ফ্রি ওয়ারেন্টি পাবেন তার ডিটেইলস আজকের এই পোস্টে আপনাদের জানানো হল। আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হবে 50MP সেলফি ক্যামেরা সহ Vivo V29 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস
OnePlus ফোনগুলিতে ফ্রিতে আজীবন ওয়ারেন্টি
OnePlus 8T (8GB+128GB)
OnePlus 8T (12GB+256GB)
OnePlus 8 Pro (8GB+128GB)
OnePlus 8 Pro (12GB+256GB)
OnePlus 9 5G (8GB+128GB)
OnePlus 95G (12GB+256GB)
OnePlus 9R 5G (8GB+128GB)
OnePlus 9R 5G (12GB+256GB)
কোম্পানি ভারতে লঞ্চ হওয়া OnePlus 8T, OnePlus 8 Pro, OnePlus 9 5G এবং OnePlus 9R 5G ফোনের উপর লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি অফার করছে। কোম্পানির দ্বারা জারি করা এই স্কিমের অধীনে ফ্রিতে স্ক্রিন রিপেয়ার করা যাবে এবং OnePlus মোবাইল ইউজাররা সারা জীবন ফ্রিতে এই স্মার্টফোন মডেলগুলির স্ক্রিন ঠিক করতে পারবেন। কোম্পানি কিন্তু এই লাইফটাইম স্ক্রিন ওয়ারেন্টি শুধুমাত্র ভারতে চালু করেছে।
কেন OnePlus আজীবন ফ্রি ওয়ারেন্টি দিচ্ছে?
আপনি যদি এই ব্যাতিক্রমী অফারটির সম্পর্কে জেনে অবাক হয়ে যান এবং কেন OnePlus তাদের ইউজারদের এত বড় সুবিধা দিচ্ছে, সেটা জানতে চান, তাহলে জেনে নিন যে এই সুবিধাটি কিন্তু কোম্পানি বিনা কারণে শুধুমাত্র গ্রাহকদের সুবিধার জন্য দিচ্ছে না৷ আসলে, কোম্পানির উপরিউক্ত স্মার্টফোন মডেলগুলির ডিসপ্লেতে সমস্যা দেখা দিচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে OnePlus মোবাইল ইউজাররা এই সমস্যাটি সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে সামনে নিয়ে আসছেন। আরও পড়ুন: Jio এর এইসব Annual Independence প্ল্যানে পাবেন দুর্দান্ত অফার, দেখে নিন তালিকা
ইন্টারেস্টিং বিষয়টি হল বেশিরভাগ OnePlus ইউজাররা তাদের ফোনে একই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। গ্রীন লাইন ডিসপ্লে সমস্যা অটোমেটিক ভাবে এইসব মোবাইলের স্ক্রিনে দেখা দিতে শুরু করেছে। এই সমস্যাটি OnePlus 8T, OnePlus 8 Pro, OnePlus 9 5G এবং OnePlus 9R 5G ফোনে দেখা যাচ্ছে। বেশ কিছু অভিযোগ পাওয়ার পর কোম্পানি এই মডেলগুলিতে লাইফটাইম ফ্রি ডিসপ্লে ওয়ারেন্টি দেওয়ার কথা ঘোষণা করেছে। অ্যান্ড্রয়েড অথরিটির প্রকাশিত রিপোর্টের মাধ্যমে আমরা এই তথ্যটি পেয়েছি।
গ্রীন লাইন সমস্যার বিষয়ে OnePlus এর মন্তব্য
অ্যান্ড্রয়েড অথরিটির মতে, OnePlus এই বিষয়ে একটি বিবৃতি জারি করে বলেছে যে তারা এই সমস্যা সম্পর্কে সচেতন এবং এর জন্য তারা ক্ষমাপ্রার্থী। কোম্পানির পক্ষ থেকে ইউজারদের স্মার্টফোন ঠিক করার জন্য OnePlus সার্ভিস সেন্টারে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং তাদের ফ্রিতে স্ক্রিন রিপ্লেসমেন্ট করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই Green Line ডিসপ্লে সমস্যা দ্বারা প্রভাবিত স্মার্টফোনগুলিতে OnePlus India লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি এবং ফোন আপগ্রেডের অফারও দিচ্ছে। আরও পড়ুন: আগামী 14 অগাস্ট লঞ্চ হবে Xiaomi Mix Fold 3 স্মার্টফোন, একই দিনে লঞ্চ হতে পারে আরও কয়েকটি ডিভাইস
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন