Jio ইউজারদের জন্য সুখবর, নেটফ্লিক্স সাবস্ক্রিপশন সহ লঞ্চ হল নতুন জিও রিচার্জ

Highlights

  • এই প্রথম নেটফ্লিক্স সাবস্ক্রিপশন সহ প্রিপেইড প্ল্যান লঞ্চ করল জিও।
  • জিও নেটফ্লিক্স প্রিপেইড প্ল্যানে কলিং, ডেটা এবং ফ্রি এসএমএসের সুবিধাও পাওয়া যাবে।
  • অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে এই নতুন রিচার্জ করানো যাবে।

এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াকে পেছনে ফেলে রিলায়েন্স জিও নেটফ্লিক্স সাবস্ক্রিপশন সহ দুটি নতুন রিচার্জ প্ল্যান পেশ করেছে। কোম্পানি এই প্ল্যানদুটি ‘জিও-নেটফ্লিক্স প্রিপেইড প্ল্যান’ হিসাবে পেশ করেছে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত অন্য কোন কোম্পানির কাছে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন সহ কোন প্ল্যান নেই। এই পোস্টে নতুন প্রিপেইড প্ল্যানের সমস্ত বেনিফিট সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: 50MP ক্যামেরা, 12GB RAM এবং 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Vivo Y77t, জেনে নিন দাম

প্রথম জিও নিয়ে এল প্রিপেইড প্ল্যানের সঙ্গে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন

জানিয়ে রাখি কিছু বাছাই করা জিও পোস্টপেইড এবং জিও ফাইবার প্ল্যানে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন আগে থেকেই পাওয়া যায়। কিন্তু কোন প্রিপেইড প্ল্যানের সঙ্গে নেটফ্লিক্স সাবস্ক্রিপশনের সুবিধা এই প্রথম।

নেটফ্লিক্স সাবস্ক্রিপশন সহ জিও প্ল্যান

  1. জিওর 1,099 টাকা দামের রিচার্জ প্ল্যান: এই প্ল্যানে নেটফ্লিক্স মোবাইল সাবস্ক্রিপশনের সঙ্গে প্রতিদিন 2জিবি করে ডেটা এবং 84 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এছাড়া এই প্ল্যান আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস দেওয়া হচ্ছে।
  2. জিওর 1,499 টাকা দামের রিচার্জ প্ল্যান: কোম্পানির এই নতুন প্ল্যানে প্রতিদিন 3জিবি করে ডেটা পাওয়া যায়। এই প্ল্যানের ভ্যালিডিটিও 84 দিন। এছাড়া আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএসের সুবিধা তো আছেই। এই প্ল্যানটি রিচার্জ করলে নেটফ্লিক্স বেসিক সাবস্ক্রিপশন পাওয়া যায়।

নোট: ইউজাররা চাইলে একাধিক ডিভাইসে নেটফ্লিক্স অ্যাপ ডাউনলোড করতে পারবেন এবং একই লগইন ক্রেডেনশিয়ালের সঙ্গে উপভোগ করতে পারবেন। তবে এক সঙ্গে একটি ডিভাইসেই এটি দেখা যাবে। 1499 টাকার প্ল্যান রিচার্জ করলে টিভি বা ল্যাপটপের মতো বড় স্ক্রিনেও স্ট্রিম করা যাবে। আরও পড়ুন: Realme GT 5 ফোনে থাকবে 240 ওয়াট চার্জিং এবং 1 টিবি স্টোরেজ, জানালো কোম্পানি

নেটফ্লিক্স প্ল্যানের সুবিধা

নেটফ্লিক্সের মাধ্যমে ইউজাররা তাদের স্মার্টফোনের মাধ্যমে যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা হলিউড থেকে বলিউড, স্থানীয় ফিল্ম থেকে জনপ্রিয় টিভি শো দেখতে পারবেন। উভয় প্ল্যানই কোম্পানির অন্যান্য প্ল্যানের মতো অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে রিচার্জ করা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here