Reliance Jio এর 31 দিন এবং 28 দিন ভ‍্যালিডিটির প্ল‍্যানের মধ্যে কোনটি বেশি ভালো? জানুন বিস্তারিত

কয়েক দিন আগে Reliance Jio ‘ক‍্যালেন্ডার মাসের ভ‍্যালিডিটি’ রিচার্জ প্ল‍্যানের কথা ঘোষণা করে এবং এর দাম রাখা হয়েছে 259 টাকা। এই প্ল‍্যানের সুবিধা কিছুটা পোস্টপেইড প্ল‍্যানের মতো অর্থাৎ যদি কোনো ব‍্যাক্তি 5 এপ্রিল, 2022 এই রিচার্জ করান তবে আগামী 4 মে, 2022 পর্যন্ত এটি ভ‍্যালিড থাকবে। এরপর আবার ইউজারদের 5 মে রিচার্জ করাতে হবে। কিন্তু এবার প্রশ্ন ওঠে কোম্পানির নতুন 31 দিন ভ‍্যালিডিটি সহ 259 টাকা দামের প্ল‍্যান এবং 28 দিন ভ‍্যালিডিটি সহ 239 টাকা দামের প্ল‍্যানের মধ্যে পার্থক্য কি? চলুন তবে দুটি প্ল‍্যানের তুলনা করে বিস্তারিত জেনে নিই।

Jio এর এক মাসের প্ল‍্যান

screenshot-2022-04-01-at-11-08-51-pm

রিলায়েন্স জিওর 259 টাকা দামের প্ল‍্যানে এক মাসের জন্য প্রতিদিন 1.5GB করে ইন্টারনেট ডেটা পাওয়া যায়। কোন মাসে রিচার্জ করা হচ্ছে তার ওপর ভিত্তি করে এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 30 দিন বা 31 দিন হয়ে যাবে (ব‍্যাতিক্রম: ফেব্রুয়ারির ক্ষেত্রে এই সংখ্যা 28/29 দিন)। অর্থাৎ এই প্ল‍্যানটি রিচার্জ করে ইউজাররা 45-46.5GB ডেটা উপভোগ করতে পারবেন। এছাড়াও এই প্ল‍্যানে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস এবং JioCinema, JioCloud, JioTV ও JioSecurity এর মতো কমপ্লিমেন্টারি অ্যাপগুলির সাবস্ক্রিপশন পাওয়া যায়।

Jio এর 28 দিনের প্ল‍্যান

screenshot-2022-04-01-at-11-08-45-pm

কোম্পানির 239 টাকা দামের প্ল‍্যানে 28 দিন ভ‍্যালিডিটি পাওয়া যায় এবং প্রতিদিন 1.5GB করে সম্পূর্ণ ভ‍্যালিডিটি পিরিয়ড জুড়ে ইউজাররা মোট 42GB ডেটা উপভোগ করতে পারেন। এছাড়াও এই প্ল‍্যানটি রিচার্জ করে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস এবং JioCinema, JioCloud, JioTV ও JioSecurity এর মতো কমপ্লিমেন্টারি অ্যাপগুলির সাবস্ক্রিপশন পাওয়া যায়।

উপসংহার

জিওর 259 টাকা এবং 239 টাকা দামের প্ল‍্যানের মধ্যে মূল পার্থক্য হল প্ল‍্যানদুটির ভ‍্যালিডিটি। এর মধ্যে 259 টাকার প্ল‍্যানের ভ‍্যালিডিটি পুরোপুরি এক মাস, সেটা যেই মাস‌ই হোক না কেন। অন‍্যদিকে 239 টাকার প্ল‍্যানের ভ‍্যালিডিটি পাকাপাকিভাবে 28 দিন। যদি প্রতিদিনের গড় হিসাব করা হয় সেক্ষেত্রে দেখা যাবে 239 টাকা দামের প্ল‍্যানের তুলনায় 259 টাকা দামের প্ল‍্যানের ক্ষেত্রে খরচ সামান্য কিছু পয়সা বেশি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here