জিওফোনে হোয়াটস‌অ্যাপ চালালে সাবধান, জেনে নিন কি কি সমস্যার সম্মুখীন হতে হবে

রিলায়েন্স জিও গত মাসে তাদের দ্বিতীয় 4জি ফিচার ফোন জিওফোন 2 ভারতীয় মোবাইল বাজারে পেশ করে। জিওফোন 2 লঞ্চের সময় কোম্পানি ঘোষণা করে খুব তাড়াতাড়ি জিওফোনে হোয়াটস‌অ্যাপের সুবিধা পাওয়া যাবে। কোম্পানি তাদের কথা রেখে জিওফোনে হোয়াটস‌অ্যাপ জারি করে দিয়েছে। জিওফোনেও এখন হোয়াটস‌অ্যাপ ইনস্টল করা যাবে এবং ইউজাররা তাদের বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে চ‍্যাটিং করতে পারবেন। জিও জিওফোনে হোয়াটস‌অ্যাপের সুবিধা এনে ইউজারদের খুশি করলেও এই খুশি যথেষ্ট সীমিত। অর্থাৎ জিওফোনে হোয়াটস‌অ্যাপ এসে গেলেও তা জিওফোন ইউজারদের সমস‍্যার কারণ হতে পারে।

জিওফোনে হোয়াটস‌অ্যাপ ফিচার আসা অবশ্যই যথেষ্ট খুশির খবর তবে জিওফোনে হোয়াটস‌অ্যাপ ব‍্যবহার করার অনুভূতি অন্য স্মার্টফোনে হোয়াটস‌অ্যাপ চালানোর সমান অনুভূতি দিতে সক্ষম হবে না। জিওফোন কাইওএস অপারেটিং সিস্টেমে রান করে এবং এই ফোনের হোয়াটস‌অ্যাপ বিশেষভাবে কাইওএস অপারেটিং সিস্টেমে চলার জন্য তৈরি করা হয়েছে। জিওফোনে হোয়াটস‌অ্যাপ কিভাবে ইনস্টল করবেন তা জানতে এখানে ক্লিক করুন। আপনিও যদি জিওফোনে হোয়াটস‌অ্যাপ চালানোর কথা ভাবছেন তাহলে আমরা আপনাকে জানিয়ে রাখবো এর জন্য আপনাকে কিছু, হতাশার সম্মুখীন হতে হবে।

1
জিওফোনে চ‍্যাটিঙের সুবিধা পাওয়া গেলেও ভয়েস কল বা ভিডিও কল করা যাবে না। অর্থাৎ ইউজার টেক্সট করে বা ভয়েস ম‍্যাসেজ করে চ‍্যাট করতে পারলেও ভয়েস কল ও ভিডিও কল করতে পারবেন না।

2
এক‌ই ভাবে কোনো স্মার্টফোন হোয়াটস‌অ্যাপ ইউজার যদি জিওফোনের হোয়াটস‌অ্যাপে ভয়েস কল বা ভিডিও কল করতে যান তবে সেই কল‌ও কানেক্ট হবে না। স্মার্টফোন ইউজারকে কল ফেইল দেখাবে।

3
আজকাল হোয়াটস‌অ্যাপের স্ট‍্যাটাস ফিচার অত্যন্ত জনপ্রিয়, হয়ে উঠেছে, যেখানে 24 ঘন্টার জন্য যে কোনো ফোটো বা ভিডিও শেয়ার করা যায়। কিন্তু জিওফোনের হোয়াটস‌অ্যাপে নিজের স্ট‍্যাটাস আপলোড করা বা অন‍্যের স্ট‍্যাটাস দেখা কোনোটাই সম্ভব নয়। এটাও অত‍্যন্ত হতাশাজনক।

4
হোয়াটস‌অ্যাপে মজার জন্য মিডিয়া ফাইল পাঠানো হয়। জিওফোন থেকে ইমেজ ও ভিডিও শেয়ার করা গেলেও জিফ ফাইল, পিডিএফ বা কোনো ডকুমেন্ট ফাইল পাঠানো যাবে না। এখানে শুধুমাত্র ইমেজ ও ভিডিও ফাইল সেন্ড আর রিসিভ করা যাবে।

5
হোয়াটস‌অ্যাপে ওয়েব হোয়াটস‌অ্যাপ ফিচার দেখা যায়। এই ফিচারের সাহায্যে ইউজার কম্পিউটার বা ল‍্যাপটপে কাজ করার সময় সরাসরি সেই ডিভাইসেই হোয়াটস‌অ্যাপ চালাতে পারবেন। এর ফলে বারবার ফোন ধরার প্রয়োজন পড়ে না। কিন্তু জিওফোন ইউজারদের এখানেও সমস্যার সম্মুখীন হতে হবে। জিওফোনে হোয়াটস‌অ্যাপের ওয়েব হোয়াটস‌অ্যাপ ফিচার নেই অর্থাৎ কোনো কাজ করার সময় কোনো ম‍্যাসেজ করতে হলে বারবার ফোন ধরতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here