Xiaomi জানিয়েছে তারা এই সপ্তাহে করতে চলেছে বড়ো।লঞ্চ। 4 মার্চে শাওমি তার ‘রেডমি নোট 10’ সবার সামনে আনতে চলেছে। শোনা যাচ্ছে এই সিরিজের অন্তর্গত Redmi Note 10, Redmi Note 10 Pro আর Redmi Note 10 Pro Max স্মার্টফোন লঞ্চ হতে পারে। এটি একটি গ্লোবাল লঞ্চ হবে যা 4 মার্চ ইন্ডিয়া এর সাথে অন্যান্য মার্কেটেও প্রবেশ করবে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের সোশ্যাল মিডিয়ায় টিজ দেখা যাচ্ছে, তার মধ্যে স্মার্টফোন মডেলটির কিছু স্পেসিফিকেশনও দেখা যাচ্ছে। আপনিও যদি রেডমি নোট 10 সিরিজ পছন্দ করেন তো লঞ্চের আগে জেনে নিন Xiaomi Redmi Note 10 সিরিজে কি বিশেষ থাকতে চলেছে।
আরও পড়ুন: মাত্র 6,999 টাকা দামে লঞ্চ হল 6000mAh ব্যাটারীযুক্ত নতুন ফোন
108এমপি ক্যামেরা
শাওমি রেডমি নোট 10 সিরিজ সম্পর্কে বলা হচ্ছে লঞ্চ হতে চলা সবথেকে বড়ো মডেলটি 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সাপোর্ট করবে যার পাশাপাশি 5 মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো লেন্সও দেওয়া থাকবে। বলা যাচ্ছে এটি টেলিফোটো + ম্যাক্রো লেন্স হবে। অন্য দিকে রেডমি নোট 10 স্মার্টফোনও কোয়াড রিয়ার ক্যামেরা সেটাপে লঞ্চ হবে যার প্রাইমারি ক্যামেরা সেন্সর 48 মেগাপিক্সেলের হবে। এই সেটাপেও আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল আর ম্যাক্রো লেন্স থাকবে।
ডিসপ্লে
Xiaomi Redmi Note 10 Pro Max মানে সিরিজের সবথেকে বড়ো ফোনটিকে কোম্পানির তরফ থেকে 120 হার্টজ রিফ্রেশ রেটে লঞ্চ করা হবে। রেডমি নোট 10 স্মার্টফোনে 6.43 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেখা যাবে। শাওমি এর এই পুরো সিরিজটি পাঞ্চ হোল ডিসপ্লে সাপোর্ট করবে, কোম্পানি যার নাম ডট ডিসপ্লে দিয়েছে।
আরও পড়ুন: Jio নিয়ে এল বাম্পার ডেটা প্ল্যান, 140 দিনে পাওয়া যাবে 106GB ডেটা, প্রাথমিক দাম 22 টাকা
ব্যাটারি
শাওমি রেডমি নোট 10 এর লিক হওয়া রিটেল বক্সে ফোনের অন্য স্পেসিফিকেশন এর সাথে এর ব্যাটারি ক্যাপাসিটি ও লেখা আছে। ফোনের বক্সে দেখা গেছে Redmi Note 10 স্মার্টফোনটিকে 5,000 এমএএইচ ব্যাটারির সাথে লঞ্চ করা হবে যা 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার এও আশা করা যাচ্ছে এই সিরিজের অন্য স্মার্টফোন গুলিও 5,000 এমএএইচ বা এর অধিক ক্যাপাসিটি এর ব্যাটারি সাপোর্ট করবে।
5G
এই বছরে পুরো বিশ্বের সাথে ইন্ডিয়াতেও 5জি এর বিস্তার হবে, এর জন্য সমস্ত মোবাইল কোম্পানি প্রস্তুতিতে লেগে পরেছে। সময়ের চাহিদা দেখে শাওমিও নিজের Redmi Note 10 সিরিজকে 5জি কানেক্টিভিটির সাথে বাজারে আনবে। অথচ সিরিজের তিনটি ফোনে 5জি সাপোর্ট করবে না কিন্তু বেস ভেরিয়েন্টে 4জি দেখা যাবে আর এর থেকে বড়ো মডেলটি 5জি এর সাথে বাজারে আসবে।
আরও পড়ুন: ওয়ানপ্লাসের প্রস্তুতি: 8 মার্চ জানা যাবে OnePlus 9 সিরিজের লঞ্চ ডেট, জেনে নিন ডিটেইলস
প্রসেসর
রেডমি নোট 10 স্মার্টফোনের রিটেল বক্সে দেখা গেছে মোবাইল ফোনটি কোয়ালকোম এর স্ন্যাপড্রাগন 678 চিপসেটে লঞ্চ হবে। কোয়ালকোম এর লঞ্চ করা এই চিপসেট বেশি পুরোনো না আর এটি 11 নেনোমিটার ফেব্রিকেশনে কাজ করে। আবার রেডমি নোট 10 এ অক্টাকোর প্রসেসর ও দেখা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন