প্যান কার্ড থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স সবকিছুই থাকবে আপনার ফোনে, এইভাবে শুরু করুন DigiLocker 

DigiLocker হল ভারত সরকারের ক্লাউড ডকুমেন্ট স্টোরেজ ওয়ালেট। এই প্ল্যাটফর্মটি ডিজিটাল ইন্ডিয়ার অধীনে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক (MeitY) প্রস্তুত করেছে। এর সাহায্যে ভারতীয় নাগরিকরা তাদের ডকুমেন্ট ডিজিটাল রুপে ভেরিফাই করার পাশাপাশি সেভ করতে পারেন। উদাহরণস্বরূপ যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য KYC করাতে হয় আপনি DigiLocker থেকে অনলাইনে সেটা করতে পারবেন। DigiLocker ইউজাররা তাদের গুরুত্বপূর্ণ নথি যেমন প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, স্কুল মার্কশিট, ইন্সুইরেন্স পেপার, আয়ুষ্মান কার্ড সেভ করতে পারবেন। আরও পড়ুন: Matter Energy পেশ করল গিয়ার বক্স যুক্ত প্রথম ইলেকট্রিক বাইক, পাবেন একাধিক দুর্দান্ত ফিচার

ভারতের নাগরিকরা DigiLocker এ তাদের সমস্ত নথি ডিজিটালভাবে সুরক্ষিত রাখতে পারেন। এর পাশাপাশি অনেক প্ল্যাটফর্মে ডিজিটালভাবে অথেনটিকেশনও করতে পারবেন। এর সাহায্যে নাগরিকরা সহজে ও দ্রুত সরকারি সেবা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা লাভ করতে পারেন। এই পোস্টে DigiLocker এর অ্যাকাউন্ট তৈরি করার বিষয়ে বিস্তারিত জানানো হল।

কিভাবে DigiLocker অ্যাকাউন্ট তৈরি করবেন?

স্টেপ 1: প্রথমে Google Play Store থেকে আপনার ফোনে DigiLocker অ্যাপ ডাউনলোড করুন।

স্টেপ 2: অ্যাপটি খুলুন এবং আপনার ভাষা নির্বাচন করুন।

স্টেপ 3: নিচে স্ক্রল করুন এবং ‘গেট স্টার্ট’ বাটনে ক্লিক করুন।

স্টেপ 4: এখানে আপনি ‘Create an Account’-এ ক্লিক করুন।

স্টেপ 5: এখানে আপনার নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং আধার কার্ড নম্বর সম্পর্কিত তথ্য যোগ করুন। এর পর 6 ডিজিটের সিকিউরিটি পিন সেট করুন। এর পর আপনি সাবমিট বাটনে ক্লিক করুন। আরও পড়ুন: স্যামসাঙ লঞ্চ করল নতুন budget 5G Smartphone! জেনে নিন নাম, দাম এবং স্পেসিফিকেশন

স্টেপ 6: রেজিস্ট্রার মোবাইল নম্বর এবং ইমেলে আপনাকে OTP পাঠানো হবে। আপনাকে OTP অথেনটিকেশন করতে হবে যাতে আপনি আধারের ডিটেইল পেতে পারেন।

এইভাবে আপনি একটি DigiLocker অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন। আরও পড়ুন: মোবাইল ফোন, ট্যাবলেট এবং ল্যাপটপ সব ডিভাইসেই পাওয়া যাবে এক ধরনের চার্জার! ভারতের সব ডিভাইসই USB Type-C দিয়ে হবে চার্জ

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here