বাজারে এল লো বাজেট 5G স্মার্টফোন Samsung Galaxy A23 5G! জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

স্যামসাঙ টেক মার্কেটে তাদের অস্তিত্ব আরও মজবুত করার জন্য Samsung Galaxy A23 5G নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। জাপানের মার্কেটে পেশ করা এই লো বাজেটের স্মার্টফোনে 50MP Camera, 4GB RAM এবং MediaTek Dimensity 700 চিপসেটের মতো সুন্দর ফিচার রয়েছে। এই পোস্টে বাজেট ক্যাটাগরির এই নতুন স্যামসাঙ স্মার্টফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: মোবাইল ফোন, ট্যাবলেট এবং ল্যাপটপ সব ডিভাইসেই পাওয়া যাবে এক ধরনের চার্জার! ভারতের সব ডিভাইসই USB Type-C দিয়ে হবে চার্জ

Samsung Galaxy A23 5G এর স্পেসিফিকেশন

কোম্পানির Samsung Galaxy A23 5G ফোনটিতে 1560 x 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.8 ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। ফোনটির ডিসপ্লে TFT LCD প্যানেল দিয়ে তৈরি এবং ওয়াটারড্রপ স্টাইলের নচ যুক্ত। এই স্ক্রিনের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে চওড়া চিন পার্ট রয়েছে। ডিসপ্লের ওপরের দিকে মাঝ বরাবরর ‘ভি’ শেপের নচ জপগ করা হয়েছে। ফোনটির ডায়মেনশন 150 x 71 x 9.0 এমএম এবং ওজন 168 গ্রাম।

Samsung Galaxy A23 5G ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম সহ স্যামসাঙ ওয়ানইউআই 4.0 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.2 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসর সহ মিডিয়াটেক ডায়মেনসিটি 700 চিপসেট রয়েছে। এই স্যামসাঙ স্মার্টফোনে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়াও মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে ফোনটির মেমরি 1TB পর্যন্ত বাড়ানো যায়। আরও পড়ুন: এবার লো বাজেটে পেয়ে যাবেন 8GB RAM, 128GB স্টোরেজের সাপোর্ট সহ iQOO Neo 6 5G স্মার্টফোন 

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A23 5G তে একটি মাত্র রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনটিকে IP68 রেটিং দেওয়া হয়েছে যা এটিকে ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ করে তোলে।

Samsung Galaxy A23 5G ফোনটি eSIM সাপোর্ট করে এবং এতে 3.5এমএম জ্যাক, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.2 এবং NFC এর মতো কানেক্টিভিটি ফিচার রয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A23 5G তে 4,000mAh ব্যাটারি রয়েছে। আরও পড়ুন: 5,000 টাকা কমে গেল OnePlus 10 Pro-এর দাম! জেনে নিন নতুন দাম

Samsung Galaxy A23 5G এর দাম

জাপানের বাজারে Samsung Galaxy A23 5G ফোনটি 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সহ একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির দাম রাখা হয়েছে ¥32,800 অর্থাৎ প্রায় 17,000 টাকা। জাপানের মার্কেটে এই ফোনটি red, black এবং white কালারে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here