মোবাইল ফোন, ট্যাবলেট এবং ল্যাপটপ সব ডিভাইসেই পাওয়া যাবে এক ধরনের চার্জার! ভারতের সব ডিভাইসই USB Type-C দিয়ে হবে চার্জ

USB Type-C ভারতে universal charging port এ পরিণত হতে পারে। ভারত সরকার USB Type-C কে ‘one nation, one charger’ হিসাবে গ্রহণ করতে পারে। অর্থাৎ সমস্ত ফোন, স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট এবং অন্য সব ডিভাইসেই USB Type-C Port দেওয়া হবে। সব ধরনের গ্যাজেটে একই ধরনের চার্জার থাকবে এবং একটি চার্জার দিয়েই সব ডিভাইস চার্জ করা যাবে। Central Inter-Ministerial Task Force এর নেতৃত্বে শীঘ্রই এই নতুন নিয়ম গোটা দেশে কার্যকর করা হতে পারে। আরও পড়ুন: এবার লো বাজেটে পেয়ে যাবেন 8GB RAM, 128GB স্টোরেজের সাপোর্ট সহ iQOO Neo 6 5G স্মার্টফোন 

অদূর ভবিস্যতে USB Type-C port ভারতে ইউনিভার্সাল চার্জিং পোর্ট হয়ে উঠতে পারে এবং সমস্ত স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপ প্রভৃতি সব ডিভাইস USB Type-C দিয়ে চার্জ করা হতে পারে। কনজিউমার আফেয়ারস সেক্রেটারি রোহিত কুমার সিংহের সভাপতিত্বে বিভিন্ন স্মার্টফোন কোম্পানি এবং ইন্ডাস্ট্রি বডির সঙ্গে মিনিস্ট্রির সফল বৈঠক হয়। কনজিউমার আফেয়ারস মিনিস্ট্রির বক্তব্য অনুযায়ী স্মার্টফোন কোম্পানি এবং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন ইউনিফর্ম চার্জিং পোর্ট (USB Type C) পর্যায়ক্রমে রোলআউট করার ব্যাপারে সহমত পোষণ করেছে।

USB Type-C দিয়েই চার্জ হবে সমস্ত ডিভাইস

‘one nation, one charger’ এর মাধ্যমে ভারত সরকার গোটা দেশে USB Type C চার্জিং পোর্টকে প্রধান চার্জিং ইউনিট হিসাবে গড়ে তুলতে চাইছে। বর্তমানে বিভিন্ন ফোনে আলাদা আলাদা ধরনের চার্জার দেখা যায়। স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপের মতোই স্মার্টওয়াচ, ফিটনেস ব্যান্ড এবং অন্যান্য ওয়্যারেবল ডিভাইসের ক্ষেত্রেও এক ধরনের চার্জার পাওয়া দুষ্কর। তবে নতুন নিয়ম অনুযায়ী এরপর থেকে সমস্ত ডিভাইসে একইরকম চার্জিং পোর্ট দেওয়া হবে এবং সব প্রোডাক্টই USB Type-C এর মাধ্যমে চার্জ করা যাবে। আরও পড়ুন: 5,000 টাকা কমে গেল OnePlus 10 Pro-এর দাম! জেনে নিন নতুন দাম

পেয়েছে অনুমোদন

মিডিয়া রিপোর্ট অনুযায়ী কনজিউমার আফেয়ারস মিনিস্ট্রির সঙ্গে অনুষ্ঠিত মিটিঙে MAIT, FICCI, CII এর সঙ্গে সঙ্গে IIT কানপুর এবং IIT BHU এর মতো এডুকেশনাল ইন্সটিটিউশন এবং Ministry of Environment Forest and Climate Change এর মতো কেন্দ্র সরকারের মতো বিভাগও অংশ নিয়েছিল। মিটিঙের পর জারি করা স্টেটমেন্টে স্টেকহোল্ডাররা সমস্ত ডিভাইসের জন্য USB Type-C port ব্যাবহারের বিষয়ে সহমতি জানিয়েছে। এই নিয়ম কার্যকর হলে একদিকে যেমন ইউজারদের সুবিধা হবে তেমনই E-Waste (ই-ওয়েস্ট) এর পরিমাণ কম হওয়ার ফলে পরিবেশের ক্ষতিও কম হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here