দেশী স্মার্টফোন কোম্পানি লঞ্চ করল মহিলাদের জন্য বিশেষ স্মার্টফোন Be U, দাম মাত্র 6,888 টাকা

আমরা গত অক্টোবর মাসে এক্সক্লুসিভ খবর দিয়েছিলাম যে দেশীয় স্মার্টফোন কোম্পানি Lava মহিলাদের জন্য একটি বিশেষ মোবাইল Lava Be U লঞ্চ করতে চলেছে। এবার কোম্পানি অফিসিয়ালি ভারতে এই ফোনটি পেশ করে দিয়েছে। স্পেসিফিকেশনের পাশাপাশি কোম্পানি ডিজাইনের ক্ষেত্রেও মহিলাদের পছন্দের কথা বিশেষভাবে মাথায় রেখেছে। Lava Be U তে সুরক্ষার জন্য বিশেষ অ্যাপ প্রিলোডেড করা হয়েছে যা বিপদের সময় কাজে আসবে। এই নতুন ফোনটি দেশে অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্মে সেল করা হবে। কোম্পানি এই ফোনটি ছাড়া ফিটনেস ট্র‍্যাকিঙের জন্য একটি স্মার্ট ব‍্যান্ড লঞ্চের পরিকল্পনা করছে।

আরও পড়ুন: Exclusive: সামনে এল Samsung Galaxy A32 এর লাইভ ইমেজ, দেখে নিন কেমন হবে ডিজাইন

মহিলাদের জন্য বিশেষ ডিজাইন

এই ফোনে যে ধরনের কালার কম্বিনেশন ব‍্যবহার করা হয়েছে তা মহিলারা যথেষ্ট পছন্দ করবে বলে মনে করা হচ্ছে। মহিলাদের জন্য লাভা এই ফোনে ক‍্যামেরার আশেপাশে ডায়মন্ড কালারের কম্বিনেশন ব‍্যবহার করেছে যা একে আরও আকর্ষণীয় করে তোলে। পিঙ্ক ও গোল্ডেন কালারে এই ফোনটির লুক যথেষ্ট আকর্ষণীয় দেখায়।

সুরক্ষার পাকাপোক্ত ব‍্যবস্থা

আকর্ষণীয় ডিজাইন ছাড়াও কোম্পানি এই ফোনে মহিলাদের সুরক্ষার বিশেষ ব‍্যবস্থা রেখেছে। Lava Be U তে মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে কিছু অত্যন্ত জরুরি সেফটি অ্যাপ ইন বিল্ট রাখা হয়েছে। এই অ্যাপগুলি আগে থেকেই ফোনে প্রিলোডেড পাওয়া যায়। তবে কি কি অ্যাপ ফোনে রাখা হয়েছে সেবিষয়ে কিছুই জানানো হয়নি।

আরও পড়ুন: Xiaomi আনছে 108MP ক‍্যামেরাওয়ালা নতুন স্মার্টফোন Mi 10i, ভারতে লঞ্চ হবে 5 জানুয়ারি

স্পেসিফিকেশন

ইতিমধ্যে কোম্পানির ওয়েবসাইটে ফোনটি লিস্টেড করে দেওয়া হয়েছে। Lava Be U ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে ওয়াটারড্রপ নচের সঙ্গে 720 × 1560 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.08 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনের ডিসপ্লে 2.5ডি কার্ভড ডিসপ্লে দিয়ে প্রোটেক্ট করেছে। এই ফোনে 2 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়া Lava Be U ফোনটি 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে IMG8322 GPU তে রান করে।

ফোটোগ্রাফির জন্য Lava Be U তে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 গো এডিশনে কাজ করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Lava Be U তে 4,060 এম‌এএইচের ব‍্যাটারী আছে যা প্রয়োজনে বার করা যায়। এই বাজেট ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 4.2, ওয়াইফাইসহ আরও কিছু আকর্ষণীয় ফিচার আছে।

আরও পড়ুন: Xiaomi Redmi Note 9 এ পাওয়া যাচ্ছে 2,500 টাকার ছাড়, মাত্র দুদিন পাওয়া যাবে এই সুযোগ

দাম

কোম্পানি তাদের নতুন Lava Be Uপাওফোনটি মাত্র 6,888 টাকা দামে লঞ্চ করেছে। আপাতত কোম্পানির পক্ষ থেকে ফোনটির সেল সম্পর্কে কিছু জানা যায়নি। তবে জানা গেছে ফোনটি অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্মে বেচা হবে। এই ফোনটি পিঙ্ক ও গোল্ডেন কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আরও চারটি নতুন ফোন আনবে Lava

টেক ওয়েবসাইট Gadget 360 থেকে পাওয়া তথ্য অনুযায়ী লাভা আগামী 5 জানুয়ারি চারটি নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। এই ফোনগুলির স্পেসিফিকেশন ও ডিজাইন সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এই ফোনগুলি কোম্পানি 5,000 টাকা থেকে 15,000 টাকার বাজেটে লঞ্চ করবে এবং অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্মে সেল করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here