Lenovo লঞ্চ করল সস্তা স্মার্টফোন A7, জেনে নিন এর ফিচার

টেক কোম্পানি Lenovo গত বছর সেপ্টেম্বর মাসে তাদের বাজেট ক‍্যাটাগরিতে Lenovo A6 Note ফোনটি লঞ্চ করেছিল। এরপর কোম্পানি এবার লো বাজেট সেগমেন্টে Nokia A7 লঞ্চ করল। লঞ্চের আগে থেকে এই ফোনটি সম্পর্কে বিভিন্ন লিক ও রিপোর্ট পেশ করা হচ্ছিল, কিন্তু এবার এসবের বিরাম ঘটিয়ে কোম্পানি তাদের ‘এ’ সিরিজের এই ফোনটি অফিসিয়ালি পেশ করে দিয়েছে।

আরও পড়ুন: সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Mi Note 10 Lite, পেন্টা ক‍্যামেরার সঙ্গে খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

দাম ও সেল

চীনের মার্কেটে এন্ট্রি লেভেল স্মার্টফোন হিসেবে Lenovo A7 ফোনটি পেশ করেছে। তবে কোম্পানি এখনও পর্যন্ত তাদের এই ফোনটির দাম ও সেল সম্পর্কে কোনো তথ্য জানায়নি। এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে কি না এই বিষয়েও কোম্পানি কিছু ঘোষণা করেনি।

ডিজাইন

কোম্পানি তাদের Lenovo A7 ফোনটি ‘ইউ’ শেপের নচযুক্ত ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। ফোনটির ডিসপ্লের তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া চিন পার্ট দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপের নিচে এল‌ইডি ফ্ল‍্যাশ দেওয়া হয়েছে। এক‌ইভাবে ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং এর বাঁদিকের প‍্যানেলে সিম স্লট আছে।

আরও পড়ুন: 48 MP ক‍্যামেরা ও Snapdragon 845 চিপসেটের সঙ্গে লঞ্চ হল LG Style 3

স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Lenovo A7 ফোনটি ওয়াটারড্রপ নচযুক্ত 6.07 ইঞ্চির এলসিডি ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। কিন্তু ফোনটির স্ক্রিন রেজলিউশন সম্পর্কে কিছু জানা যায়নি। তবে লিক অনুযায়ী এই ফোনের ডিসপ্লে 720 × 1560 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড হবে এবং এর পিক্সেল ডেনসিটি হবে 320 পিপিআই। এছাড়া এই ফোনটি অক্টাকোর চিপসেটের সঙ্গে এন্ট্রি লেভেল চিপসেট Unisoc SC9863 চিপসেটে রান করে। কোম্পানি ফোনটির র‍্যাম ও স্টোরেজ সম্পর্কেও কিছু জানায়নি। তবে লিকের তথ্য অনুযায়ী এতে 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি আছে।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। Lenovo A7 এর ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ সেন্সর আছে। ভিডিও কল ও সেলফির জন্য কোম্পানি এই ফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করেছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,000 এম‌এএইচের রিমুভেবল ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here