শাওমি শুরু করেছে “মি সুপার সেল”, জেনে নিন কোন ফোনে পাওয়া যাবে কত ডিসকাউন্ট

বর্তমানে শাওমি ভারতের এক নাম্বার স্মার্টফোন ব্র‍্যান্ডে পরিণত হয়েছে। এই কোম্পানির স্মার্টফোন লঞ্চ হ‌ওয়ামাত্র সফলতার নতুন রেকর্ড গড়ে ফেলে। কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন শাওমির সফলতার অন‍্যতম বড় কারণ। কোম্পানি তার ক্রেতাদের কথা বিশেষ ভাবে মাথায় রেখে মাঝে মাঝেই বিভিন্ন অফার ও সেল আয়োজন করে। হোলি যাওয়ার পর কোম্পানি ভারতীয় ফ‍্যানদের জন্য সুন্দর উপহার নিয়ে এসেছে। কোম্পানি “সি সুপার সেল” আয়োজন করেছে যেখানে কোম্পানির কিছু স্মার্টফোনে বড় ডিসকাউন্ট ও অফার দেওয়া হবে।

ভারতে লঞ্চ হল মোটো জি7 ও মোটোরোলা ওয়ান, জেনে নিন এর দাম ও স্পেসিফিকেশন

মি সুপার সেল
শাওমির পক্ষ থেকে ভারতে “মি সুপার সেল” আয়োজন করা হয়েছে। এই সেল আজ অর্থাৎ 25 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত চলবে। এই চার দিনের সেলে কোম্পানির মি সিরিজের ও রেডমি সিরিজের কিছু স্মার্টফোন অসাধারণ অফার ও দুর্দান্ত ডিসকাউন্টের সঙ্গে সেল করা হবে। এই সেলে শুধুমাত্র কম দামে ফোন কেনাই যাবে না, বরং এক্সচেঞ্জ অফার ও ক‍্যাশব‍্যাকের সুবিধাও পাওয়া যাবে।

কোথা থেকে কিনবেন?
শাওমির মি সুপার সেল আজ থেকে 28 মার্চ পর্যন্ত চলবে। এই সেশ উপলক্ষে ডিসকাউন্টের সুবিধা মি ডট কমে পাওয়া যাবে। এর সঙ্গে শপিং সাইট আমাজন ইন্ডিয়া ও ফ্লিপকার্টেও শাওমি স্মার্টফোন ডিসকাউন্ট ও অন‍্যান‍্য অফারের সঙ্গে সেল করা হবে। মি সুপার সেল শুধুমাত্র অনলাইন প্ল‍্যাটফর্মের জন্য আয়োজন করা হয়েছে।

শাওমি রেডমি 7 লঞ্চ, এতে আছে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 4 জিবি র‍্যামের সঙ্গে দুর্দান্ত স্পেসিফিকেশন

কোন কোন স্মার্টফোন সস্তায় পাওয়া যাবে?
মি সুপার সেলে রেডমি নোট 6 প্রোর 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 2,000 টাকা কম দামে কেনা যাবে এবং 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 1,000 টাকা কম দামে কেনা যাবে। এই ফোনের 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 15,999 টাকা ও 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কিন্তু মি সুপার সেল উপলক্ষে ফোনটির 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 13,999 টাকা ও 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 11,999 টাকা দামে কেনা যাবে।

এক‌ই ভাবে শাওমি রেডমি 6এ ফোনটিও মি সুপার সেল উপলক্ষে সস্তায় কেনা যাবে। এই সেলে রেডমি 6এ ফোনটির 2 জিবি র‍্যাম ও 16 জিবি মেমরি ভেরিয়েন্ট 5,999 টাকা দামে সেল করা হবে এবং 2 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 6,499 টাকার বিনিময়ে কেনা যাবে। মি সুপার সেলে শাওমি মি এ2 এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 11,999 টাকার বিনিময়ে কেনা যাবে। মি এ2 আমাজন থেকে এক্সচেঞ্জ অফারে কিনলে 2,000 টাকার অতিরিক্ত ক‍্যাশব‍্যাক পাওয়া যাবে।

এক্সক্লুসিভ : 2019 সালে ভিভো করছে বড় প্ল‍্যান, ওয়াই3, ওয়াই5, এস1 ও আইকিউ সহ বেশ কিছু নতুন ডিভাইস হবে লঞ্চ

মি সুপার সেলে শাওমি রেডমি নোট 5 প্রোর সমস্ত ভেরিয়েন্টের দাম কমানো হয়েছে। রেডমি নোট 5 প্রোর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 13,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কিন্তু মি সুপার সেল উপলক্ষে এই ভেরিয়েন্ট 11,999 টাকা দামে কেনা যাবে। এক‌ই ভাবে। 15,999 টাকা দামে লঞ্চ করা রেডমি নোট 5 প্রোর 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 11,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

শাওমির পক্ষ থেকে রেডমি ওয়াই2 এর 3 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম 9,999 টাকা রাখা হয়েছিল এবং 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কিন্তু মি সুপার সেলে ফোনটির 3 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 7,999 টাকা ও 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 9,999 টাকার বিনিময়ে কেনা যাবে। আবার শাওমি রেডমি 6 এর 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এই সেলে 7,499 টাকা দামে এবং 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 7,999 টাকা দামে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here