শীঘ্রই ভারতে লঞ্চ হবে LG K42 ও LG K52 স্মার্টফোন, সামনে এল গুরুত্বপূর্ণ তথ্য

LG শীঘ্রই তাদের K সিরিজের অন্তর্গত দুটি নতুন স্মার্টফোন ভারতে লঞ্চ করতে চলেছে। আসলে ভারতের BIS সার্টিফিকেশন সাইটে LG K42 ও LG K52 ফোনদুটি স্পট করা হয়েছে, যার ফলে ফোনগুলির ভারতে লঞ্চ সম্পর্কে পুরোনো তথ্য আরও জোরালো হয়ে উঠেছে। ওয়েবসাইটে এই ফোনদুটি LM-K420YMW ও LM-K520YMW মডেল নাম্বারসহ দেখা গেছে। আশা করা হচ্ছে এই ফোনদুটিই LG K42 ও LG K52 হতে চলেছে।

আরও পড়ুন: 6GB RAM ও Exynos 9825 SoC এর সঙ্গে ওয়েবসাইটে লিস্টেড হল Samsung Galaxy F62, শীঘ্রই হবে লঞ্চ

ভারতে লঞ্চের আগে ফোনগুলি আন্তর্জাতিক মার্কেটে পেশ করা হয়ে গেছে। LG K42 ফোনটি আগেই সেন্ট্রাল আমেরিকাতে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে LG K52 ফোনটি ইউরোপে পেশ করা হয়েছে। উভয় ফোনের লিস্টিঙের কথা Mukul Sharma টুইট করে জানিয়েছেন। এখনও পর্যন্ত এই ফোনগুলির ভারতে লঞ্চ সম্পর্কে কোনো তথ্য কোম্পানির পক্ষ থেকে জানা যায়নি। আশা করা হচ্ছে শীঘ্রই কোম্পানি এবিষয়ে অফিসিয়ালি ঘোষণা করে দেবে।

LG K42

কোম্পানির পক্ষ থেকে LG K42 ফোনটিতে 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে এলজি ইউএক্সে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক হেলিও পি22 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনে কোম্পানি 3 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করেছে। 

আরও পড়ুন: এই মাসেই ভারতে লঞ্চ হতে পারে সস্তা Nokia 3.4 স্মার্টফোন, পারবে কি চীনা কোম্পানিকে টেক্কা দিতে?

ফোটোগ্রাফির জন্য LG K42 তে স্কোয়ার শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 5 মেগাপিক্সেলের সুপার ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য LG K42 তে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

LG K52

কোম্পানির পক্ষ থেকে LG K52 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 6.6 ইঞ্চির ফুল এইচডি+ ফুল ভিশন ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি35 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে PowerVR GE8320 GPU যোগ করা হয়েছে।

আরও পড়ুন: Exclusive: ডিসেম্বরে আসছে না Jio ও Google এর 4G-5G ফোন, করতে হবে অপেক্ষা

ফোটোগ্রাফির জন্য এই ফোনে কোয়াড রেয়েছ ক‍্যামেরা যোগ করা হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের‌ই ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।পাওয়ার ব‍্যাক‌আপের জন্য LG K52 তে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here