লঞ্চ হল Motorola এর সস্তা স্মার্টফোন Moto G Play (2023), কম দামেই পাওয়া যাবে সুন্দর স্পেসিফিকেশন

Motorola গত 9 ডিসেম্বর টেক মার্কেটে তাদের নতুন স্মার্টফোন Moto G Play (2023) লঞ্চ করেছে। এই লো বাজেট স্মার্টফোনে 90hz display, 16MP Camera, 3GB RAM, MediaTek Helio G37 চিপসেট এবং 5,000mAh battery এর মতো কিছু সুন্দর ফিচার রয়েছে। Moto G Play (2023) ফোনটি প্রায় 13,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং আগামী মাস থেকে আমেরিকা ও কানাডাতে সেল করা হবে। আরও পড়ুন: 5 জানুয়ারী ভারতে লঞ্চ হবে 200MP ক্যামেরা সহ Redmi Note 12 Pro+ 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন 

Moto G Play (2023) এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের নতুন Moto G Play (2023) ফোনটিতে 720 x 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করেছে। এই ফোনের স্ক্রিন IPS TFT LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। ফোনটির স্ক্রিনের ওপরের দিকে মাঝখানে পাঞ্চ হোল কাটআউট রয়েছে এবং স্ক্রিনের তিন দিক বেজল লেস ও নিচের দিকে চওড়া চিন পার্ট রয়েছে।

Motorola Moto G Play (2023) ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসর যুক্ত মিডিয়াটেক হেলিও জি37 চিপসেটে রান করে। 3GB RAM এর সঙ্গে 32GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়া ফোনটির মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে বাড়ানোও যায়। আরও পড়ুন: Jio-Airtel কে টক্কর দিতে প্রস্তুত BSNL, সরকারের তরফে জানানো হল BSNL 5G লঞ্চের তারিখ!

ফটোগ্রাফির জন্য Moto G Play (2023) ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইটের সঙ্গে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলেরই ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

Moto G Play (2023) ফোনটিকে IP52 রেটিং দেওয়া হয়েছে যা একে ওয়াটারপ্রুফ করে তোলে। সিকিউরিটির জন্য এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 10 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যুক্ত 5,000mAh ব্যাটারি আছে। আরও পড়ুন: শীঘ্রই ভারতে আসছে iQOO 11 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস 

Moto G Play (2023) এর দাম

আপাতত Moto G Play (2023) ফোনটি আমেরিকার বাজারে পেশ করা হয়েছে এবং এর দাম $169.99 রাখা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এর দাম প্রায় 14 হাজার টাকার কাছাকাছি। ভারতের বাজারে Motorola Moto G Play (2023) ফোনটি লঞ্চ করা হবে কি না সেবিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here