সামনে এল লো বাজেটের Micromax IN 1 এর ডিজাইন, লঞ্চ হবে 19 মার্চ

ভারতীয় স্মার্টফোন কোম্পানি মাইক্রোম্যাক্স কিছু দিন আগে জানিয়েছিল তারা আগামী 19 মার্চ আরও একবার ‘Made In India’ ট‍্যাগসহ Micromax IN 1 স্মার্টফোন লঞ্চ করবে। ফোনটি লঞ্চ হতে এখনও কয়েক দিন দেরি আছে অথচ এখন থেকেই ফোনটির বিভিন্ন ডিটেইলস সম্পর্কিত তথ্য প্রকাশ পেতে শুরু হয়ে গেছে। এবার কোম্পানির ওয়েবসাইটে এই আপকামিং স্মার্টফোনের একটি আপডেটেড মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে। এই আপডেটেড মাইক্রো সাইটে ফোনটির ডিজাইন সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই লো বাজেট ক‍্যাটাগরির আপকামিং ফোনটির ডিজাইন কেমন হবে।

আরও পড়ুন: আবার হতাশ স‍্যামসাং ফ‍্যানরা, দাম বাড়ল লো বাজেটের Samsung Galaxy M01 Core ফোনটির

কেমন হবে Micromax IN 1 এর ডিজাইন?

লাইভ মাইক্রো সাইট থেকে পাওয়া ফোনটির ব‍্যাক প‍্যানেলে ‘X’ প‍্যাটার্ন দেখা গেছে। ফোনটির রেয়ার প‍্যানেলে রেক্ট‍্যাঙ্গুলার ক‍্যামেরা মডিউলের সঙ্গে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে তিন দিক বেজল লেস ডিসপ্লে থাকবে এবং স্ক্রিনের ওপরের দিকে মাঝ বরাবর সেলফি ক‍্যামেরার জন্য পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হবে। তবে ফোনটির স্ক্রিনের নিচের দিকে চ‌ওড়া বডি পার্ট দেখা গেছে। আরও জানা গেছে ফোনটি ব্লু ও সিলভার কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

কবে লঞ্চ হবে Micromax IN 1?

আগামী 19 মার্চ মাইক্রোম্যাক্স একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করবে এবং এই প্ল‍্যাটফর্ম থেকেই কোম্পানি তাদের ‘ইন’ সিরিজের আপকামিং স্মার্টফোন Micromax IN 1 লঞ্চ করবে। এই লঞ্চ ইভেন্ট দুপুর 12টার সময় শুরু হবে যা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ দেখানো হবে।

আরও পড়ুন: 6.5 ইঞ্চির স্ক্রিন এবং MediaTek Helio চিপসেটের সঙ্গে লঞ্চ হল সস্তা স্মার্টফোন, প্রতিযোগিতায় চাইনিজ ব্র‍্যান্ডস

Micromax IN 1 এর ফিচার ও স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী Micromax IN 1 ফোনটিতে 1080 × 2460 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.67 ইঞ্চির আইপিএস এলসিডি প‍্যানেল দেওয়া হতে পারে। এই ফোনে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়ার সম্ভাবনা আছে। কোম্পানি তাদের এই ফোনে মিডিয়াটেক হেলিও জি80 চিপসেট যোগ করবে বলে মনে করা হচ্ছে।

ফোটোগ্রাফির জন্য Micromax IN 1 এর ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও দুটি 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সরযুক্ত এআই ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হতে পারে। আশা করা হচ্ছে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে।

আরও পড়ুন: Breaking News: ভারতে শুরু হয়েছে Apple iPhone 12 এর প্রোডাকশন

দাম

কোম্পানি তাদের এই আপকামিং ফোনটি 8,999 টাকা থেকে 9,999 টাকার মধ‍্যবর্তী দামে লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে। তবে এই ফোনটি একটি ভেরিয়েন্টে সেল করা হবে না দুটি তা এখনই সঠিকভাবে বলা সম্ভব নয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here