Breaking News: ভারতে শুরু হয়েছে Apple iPhone 12 এর প্রোডাকশন

আজকের দিনে দাঁড়িয়েও কোথাও না কোথাও আইফোন 12 যেন একটা স্ট‍্যাটাস সিম্বল। আর কিছুটা সেই কারণেই ফোনগুলির এত বেশি দাম। আমেরিকার কোম্পানি অ্যাপেল এত দিন অন‍্যান‍্য দেশে তাদের ফোন তৈরি করে ভারতে পাঠাত। কিন্তু বিগত কয়েক বছরের ভারতীয় স্মার্টফোন ইন্ডাস্ট্রির অবিরাম উন্নতি দেখে এবার কোম্পানি এদেশে আসতে বাধ্য হয়েছে। iPhone SE, iPhone XR, iPhone 7 ও iPhone 11 এর মতো কিছু উল্লেখযোগ্য ফোনের পর এবার কোম্পানি তাদের সবচেয়ে দামি স্মার্টফোনগুলির মধ্যে অন‍্যতম আইফোন 12 এর প্রোডাকশন ভারতে শুরু করতে চলেছে।

আরও পড়ুন: স‍্যামসাং প্রেমীদের জন্য ঝটকা, দাম বাড়ল মাত্র 6,999 টাকা দামের Samsung Galaxy M02 এর, জেনে নিন নতুন দাম

Apple Inc. অফিসিয়ালি ঘোষণা করে জানিয়েছে এখন থেকে ভারতেও iPhone 12 তৈরি করা হবে। কয়েক দিন আগে জানা গিয়েছিল কোম্পানি ভারতে তাদের ম‍্যানুফ‍্যাকচারিং ক‍্যাপাসিটি ও প্রোডাকশন বাড়ানোর কথা ভাবছে। এবার নিশ্চিত হ‌ওয়া গেছে কোম্পানি ভারতে আইফোন 12 ফোনটিও অ্যাসেম্বল করবে। অর্থাৎ খুব তাড়াতাড়ি গোটা বিশ্বে iPhone 12 ফোনটি ‘Made In India’ ট‍্যাগের সঙ্গে সেল করা হবে। শোনা যাচ্ছে ভারতে এই ফোনটি Foxconn এর ম‍্যানুফ‍্যাকচারিং প্লটে প্রোডাকশন করা হবে।

কমে যাবে দাম

আগে যেহেতু অন্য দেশ থেকে ভারতে আইফোন আনাতে হত তাই ইম্পোর্ট ডিউটি থেকে শুরু করে আর‌ও বেশ কিছু ট‍্যাক্স দিতে হত। সমস্ত ধরনের ট‍্যাক্স যোগ করার পর নির্ধারণ করা হত ফোনের দাম। কিন্তু এখন আর আইফোন 12 ভারতে ইম্পোর্ট করাতে হবে না, ফলে ট‍্যাক্স‌ও আর দিতে হবে না। এর সরাসরি প্রভাব পড়বে প্রোডাকশন কস্টে। আর খুব স্বাভাবিক ভাবেই ট‍্যাক্স ও প্রোডাকশন কস্ট কমে গেলে ফোনের বিক্রয়মূল‍্য‌ও যথেষ্ট কমে যাবে। এক কথায় আগের চেয়ে অনেক কম দামে ভারতে আইফোন 12 সেল করা হবে।

আরও পড়ুন: লিক হল Samsung Galaxy M42 5G, কম রেঞ্জে আসছে 5G ফোন

Apple iPhone 12 5G

Apple iPhone 12 5G তে 6.1 ইঞ্চির ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 2532 × 1170 পিক্সেল রেজলিউশনযুক্ত এজ টু এজ OLED Super Retina XDR ডিসপ্লে, 460ppi পিক্সেল ডেনসিটি, HDR 10, HLG HDR Support ও ফ্রন্ট ওয়াইড নচ আছে। এই নচে সেলফি ক‍্যামেরা ও ফেস আইডি অবস্থিত। কোম্পানির বক্তব্য অনুযায়ী, স্ক্রিনের সুরক্ষার জন্য সেরামিক শিল্ড ব‍্যবহার করা হয়েছে। এর ফলে এবারের আইফোন আগের চেয়েও বেশি ডিউরেবল হয়ে গেছে। এমনকি পকেট থেকে পড়ে গেলেও ফোন ভাঙ্গবে না।

এই ফোনে আপগ্ৰেডেড A14 বায়োনিক চিপসেট দেওয়া হয়েছে যা A13 চিপসেটের তুলনায় যথেষ্ট ফাস্ট। A14 এর মধ্যে সিপিইউয়ের প্রায় 40 শতাংশ এবং জিপিইউয়ের প্রায় 50 শতাংশ থাকবে, যার ফলে প্রসেসরের সাইজ 7 এন‌এম থেকে কমে 5 এন‌এম হয়ে যাবে এবং আশা করা হচ্ছে ব‍্যাটারী খরচ‌ও আগের চেয়ে কমে যাবে। এই নতুন চিপসেটে 11.8 বিলিয়ন ট্রানজিস্টার ও 40 শতাংশ ফাস্ট সিপিইউ আছে। এতে 30 শতাংশ ফাস্ট গ্ৰাফিক্স‌ও আছে এবং এটি 5 ন‍্যানোমিটার ম‍্যানুফ‍্যাকচারিং পদ্ধতিতে তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: জেনে নিন কিভাবে বিনামূল্যে লাইভ দেখবেন India England T20 ক্রিকেট ম‍্যাচ

iPhone 12 5G তে স্কোয়ার শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দিয়েছে। এই ডুয়েল ক‍্যামেরা সেট‌আপে OIS, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, 7 এলিমেন্ট লেন্স ও 2x অপ্টিক‍্যাল জুমের ক্ষমতাসম্পন্ন এবং এফ/1.8 অ্যাপার্চারযুক্ত দুটি 12 মেগাপিক্সেলের সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন‍্য এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনের ক‍্যামেরায় নতুন স্মার্ট মোড, স্মার্ট এইচডিআর 3, নাইট মোড, টাইম ল‍্যাপ্স ও আরও অনেক কিছু পাওয়া যাবে। এই ফোনে 50 ওয়াট পর্যন্ত ওয়‍্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ভারতে iPhone 12 5G ফোনটি 64 জিবি, 128 জিবি এবং 256 জিবি মেমরিযুক্ত তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 64 জিবি ভেরিয়েন্ট 79,900 টাকা, 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 89,900 টাকা এবং 256 জিবি মেমরি ভেরিয়েন্ট 99,900 টাকা দামে সেল করা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here