গরমে ঠাণ্ডা রাখবে এই 99 টাকার পাখা, পকেটে হয়ে যাবে ফিট

খুব শীঘ্রই দেশের অধিকাংশ স্থানে প্রখর রোদের পাশাপাশি অসহ্য গরম শুরু হতে চলেছে। সাধারণ মানুষদের জুন এবং জুলাই মাসের দিকে হিটওয়েভের মুখোমুখি হতে হয়। তাই আজ এমন একটি গ্যাজেট নিয়ে আলোচনা করতে চলেছি যা ইউজারদের অত্যন্ত গরমের সময়ও আরাম দেবে। যে গ্যাজেটটি নিয়ে আলোচনা করা হচ্ছে তা একটি পোর্টেবল মিনি USB ফ্যান। এই গ্যাজেটটি শপিং ওয়েবসাইট এবং লোকাল মার্কেটে থেকেও কেনা যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক গ্যাজেটটি সম্পর্কে।

99 টাকা দামের Mini USB Fan

এই Mini USB Fan সাধারণত 100 টাকার চেয়েও কম দামে দুই বা তিনটি ইউনিটের প্যাক হিসেবে অনলাইনে পাওয়া যায়। শপিং সাইট আমাজনে QOCXRRIN ব্র্যান্ডের Portable Mini USB Dragon Fan শুধুমাত্র 99 টাকায় দুই বা তিনটির প্যাক হিসেবে সেল করা হয়। গরম থেকে বাঁচার জন্য ইউজাররা Mini USB Fan কিনতে পারেন। এই ফ্যানটি সাইজে অনেকটাই ছোট। এমনকি সহজে পকেটে ভরে এক স্থান থেকে অন্য স্থানে নিয়েও যাওয়া যায়।

স্পেশাল ফিচার

তবে এই ফ্যানটি সাইজে ছোটো হওয়ার কারণে এতে বেশ কিছু স্পেশাল ফিচার পাওয়া যায় না। এই মিনি  USB ফ্যানটি শুধুমাত্র USB কানেক্ট করেই চালানো, কারণ এতে কোনো ব্যাটারি দেওয়া হয়নি। এই ফ্যানটির ওজন মাত্র 199 গ্রাম এবং এটি 5 ওয়াটে কাজ করে।

এই কুলিং ইউনিটে দুটি সফট রোটেটিং ব্লেড রয়েছে, যা সুন্দর হাওয়া দিতে সক্ষম। এই ফ্যানটিকে যেকোন ইউএসবি কানেক্টারের মাধ্যমে কানেক্ট করে ব্যবহার করা যাবে। এই ফ্যানটিকে Laptop, PC এবং PowerBank এর সঙ্গে কানেক্ট করে ব্যবহার করা যায়। এই ফ্যানটির ম্যাটেরিয়াল Polyvinyl Chloride দিয়ে তৈরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here