আগামী 2 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে সিম কার্ড, আপনিও কি পেয়েছেন কল?

ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DOT) এর পক্ষ থেকে মোবাইল ইউজারদের জন্য একটি নির্দেশ জারি করা হয়েছে। বিগত কয়েক দিন ধরে DOT এর নামে গ্রাহকদের কল করা হচ্ছে এবং বলা হচ্ছে আগামী 2 ঘন্টার মধ্যে তাদের সিম কার্ড বন্ধ হয়ে যাবে বলে জানানো হচ্ছে। এর থেকে বাঁচার জন্য ইউজারদের থেকে বেশ কিছু ডিটেইলস চাওয়া হচ্ছে। এই বিষয়ে ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি অ্যাডভাইজারি পেশ করা হয়েছে, এই অ্যাডভাইজারিতে জানানো হয়েছে এটি ফেক কল, স্ক্যামাররা করছে এবং DOT এর পক্ষ থেকে এই ধরনের কোনো কল করা হয় না। আরও পড়ুন: লঞ্চ হয়েছে Moto Razr 40 Ultra এর নতুন ভেরিয়েন্ট, জেনে নিন দাম এবং ফিচার

ব্লক করে দিন ফেক নাম্বার

ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই ধরনের কল এলে তখনই সেই কল কেটে দিতে এবং কোনো ধরনের পার্সোনাল ডিটেইলস শেয়ার না করতে বলা হয়েছে। আপনি যদি এমন কল পেয়ে থাকেন সেই কল কেটে দিন। এছাড়া সেই নাম্বার ব্লক করে দিন যাতে আগামী দিনে আর সেই নাম্বার থেকে কল না আসে।

DOT এর নাম করে সুবিধা নিচ্ছে স্ক্যামাররা

ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DOT) ভারতে টেলিকম সার্ভিস পরিচালনা করে এবং এই কথার সুবিধা নিয়েই স্ক্যামাররা সাধারণ মানুষদের ফেক কল করছে। এই ধরনের কোনো কল পেলে DOT এর উপদেশ মেনে কল কেটে দিন এবং সেই নাম্বার ব্লক করে দিন। আরও পড়ুন: WhatsApp অ্যাকাউন্ট হয়ে যাবে আরও সেফ, লঞ্চ হতে পারে এই নতুন ফিচার

এছাড়া সেই নাম্বার রিপোর্ট করে দিন, যাতে এরপর সেই নাম্বার থেকে কাউকে কল করা হলে সে যেন আগে থেকেই বুঝে যান এটি স্ক্যাম নাম্বার। ট্রুকলারের মতো অ্যাপ নাম্বার রিপোর্ট করে স্ক্যাম টাইপ ডিস্ক্রাইব করার অপশন দেয়। এছাড়াও ন্যাশানাল ক্রাইম রিপোর্টিং পোর্টালে সেই নাম্বার রিপোর্ট করতে পারেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here