WhatsApp অ্যাকাউন্ট হয়ে যাবে আরও সেফ, লঞ্চ হতে পারে এই নতুন ফিচার

WhatsApp তাদের ইউজারদের প্রাইভেসি সেফ রাখার জন্য নতুন নতুন পরীক্ষা করতে থাকে। ইউজারদের সিকিউরিটির জন্য আগে থেকেই কোম্পানি এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যাবহার করছে। এছাড়া খবর পাওয়া যাচ্ছে কিছু বিটা ইউজারদের তাদের ইমেইল আইডি ব্যাবহার করে অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলা হচ্ছে। আরও পড়ুন: আপনার স্মার্টফোন ক্ত পুরনো? দেখে নিন জানার 6টি সহজ পদ্ধতি

ইমেইলের মাধ্যমে ভেরিফাই হবে WhatsApp

ইমেইল ভেরিফিকেশন সম্পর্কে প্রথমদিকের খবর অনুযায়ী কোম্পানির নির্দিষ্ট টীম এই বিষয়ে কাজ করছে। নতুন ভেরিফিকেশন পদ্ধতি চালু করে কোম্পানি তাদের ইউজারদের অ্যাকাউন্টের সুরক্ষা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছে। এর ফলে যে কোনো ইউজারদের অ্যাকাউন্ট হ্যাক করা আরও কঠিন হয়ে যাবে।

এখনও পর্যন্ত অফিসিয়ালি কনফার্ম না করা হলেও আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফিচার সমস্ত ইউজারদের জন্য রোলআউট করে দেওয়া হবে। এই ভেরিফিকেশন প্রসেস যথেষ্ট সিম্পল হবে বলে মনে করা হচ্ছে। WhatsApp এ ইমেইল আইডি ইনপুট করে ভেরিফিকেশন কোডের জন্য অপেক্ষা করতে হবে। আরও পড়ুন: iPhone 14 এর মতো ফ্ল্যাট ডিসপ্লে থাকবে iPhone SE 4 ফোনে, জেনে নিন বিস্তারিত

ব্যান হল WhatsApp অ্যাকাউন্ট

জানিয়ে রাখি WhatsApp গত সেপ্টেম্বর মাসে 71.1 লক্ষ ভারতীয় অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে। জানিয়ে রাখি এই প্রথম ইউজারদের ব্যান করা হল এমন নয়। রিপোর্টে বলা হয়েছে 1 সেপ্টেম্বর 2023 থেকে 30 সেপ্টেম্বর 2023 এর মধ্যে 71,11,000 অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে। এর মধ্যে 25,71,000 অ্যাকাউন্টের ইউজারদের পক্ষ থেকে কোনো রিপোর্ট করার আগেই প্রোঅ্যাক্টিভলি ব্যান করে দেওয়া হয়েছে।

এছাড়া ইউজার সেফটি রিপোর্ট মেনে ইউজারদের করা অভিযোগের ভিত্তিতে তাদের ওপর কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই ডিটেইলস জানানো হয়েছে। WhatsApp তাদের লেটেস্ট রিপোর্টে জানিয়েছে তাঁরা সেপ্টেম্বর মাসে অ্যাকাউন্ট সাপোর্ট (1031), ব্যান অ্যাপিল (7396), অন্যান্য সাপোর্ট (1518), প্রোডাক্ট সাপোর্ট (370) এবং সিকিউরিটি (127) সম্পর্কে মোট 10,442 ইউজার রিপোর্ট জমা পড়েছে। এই রিপোর্টের ভিত্তিতেই পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও পড়ুন: চীনের টেলিকম সাইটে লিস্টেড হল Vivo Y36m, জেনে গেল ডিজাইন, দাম এবং সেল ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here