8 ফেব্রুয়ারি লঞ্চ হবে Moto E13 স্মার্টফোন, দাম হবে 10 হাজার টাকার কম

Highlights

  • 8 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে Moto E13 স্মার্টফোন।
  • Motorola-এর এই এন্ট্রি লেভেল ফোনটি ইউরোপে লঞ্চ হয়েছে।
  • Moto E13 ভারতে দশ হাজার টাকার কম বাজেটে লঞ্চ হতে পারে।

Motorola ভারতে এন্ট্রি-লেভেল স্মার্টফোন Moto E13 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই Motorola স্মার্টফোনটি 8 ফেব্রুয়ারি ভারতীয় মার্কেটে লঞ্চ হতে চলেছে। মুকুল শর্মার মতে, Motorola এর এই এন্ট্রি লেভেল স্মার্টফোনটি ভারতে 10,000 টাকার কম বাজেটে লঞ্চ হতে পারে। Motorola কিছু দিন আগে ইউরোপে মিড-রেঞ্জ স্মার্টফোন Moto G23 এর সাথে Moto E13 স্মার্টফোন লঞ্চ করেছে। লিক রিপোর্ট অনুযায়ী Moto E13 ফোনে একটি 6.5-ইঞ্চি HD+ প্যানেল, Unisoc T606 SoC, 4GB RAM এবং 5,000mAh ব্যাটারি থাকবে। আরও পড়ুন: লঞ্চ হল Oppo Reno 8T এবং Reno 8T 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

Moto E13 স্মার্টফোনের দাম এবং সেল

Moto E13 স্মার্টফোনটি ভারতে এন্ট্রি-লেভেল সেগমেন্টে লঞ্চ হতে পারে। এই ফোনটির দাম 10,000 টাকার কম হতে পারে বলে আশা করা হচ্ছে। ইউরোপে এই Motorola ফোনটির দাম 120 ইউরো (প্রায় 10,662 টাকা) রাখা হয়েছে। এই ফোনটি 4 GB RAM + 64 GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা যেতে পারে।

Moto E13 ফোনটি Cosmic Black, Aurora Green এবং Creamy White এই তিনটি রঙের কালার অপশনে লঞ্চ হতে পারে। ভারতের পাশাপাশি Motorola কোম্পানির এই ফোনটি মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া প্যাসিফিক, ল্যাটিন আমেরিকায় লঞ্চ হবে। আরও পড়ুন: মাত্র 99 টাকায় পাওয়া যাবে 28 দিন ভ্যালিডিটি, চাপের মুখে Jio-Airtel

Moto E13 স্মার্টফোনের স্পেসিফিকেশন

ভারতে Moto E13 স্মার্টফোনটির স্পেসিফিকেশন ইউরোপে লঞ্চ হওয়া ফোনটির স্পেসিফিকেশনের মতোই হবে বলে মনে করা হচ্ছে। ইউরোপে Moto E13 ফোনটি 6.5-ইঞ্চি HD+ IPS LCD প্যানেল সহ লঞ্চ হয়েছে যার রিফ্রেশরেট 60Hz। এই ফোনে UNISOC T606 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনে 2GB এবং 4GB RAM সহ 64GB স্টোরেজ অপশন রয়েছে। এর সাথে স্টোরেজের জন্য একটি মাইক্রোএসডি স্লট দেওয়া হয়েছে।

Motorola এর এই ফোনটি Android 13 (Go Edition) এ রান করে। Moto E13 ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 13MP রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনের ফ্রন্টে একটি 5MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই Motorola ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আরও পড়ুন: Airtel ইউজারদের জন্য সুখবর, এই প্ল্যানে 28 নয়, বরং পাওয়া যায় পুরো 1 মাসের ভ্যালিডিটি

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here