ঘোষণা হল Moto G05 ফোনের ভারতীয় লঞ্চ ডেট, এই দিন লঞ্চ হবে 5200mAh ব্যাটারি সহ এই সস্তা স্মার্টফোন

ভারতীয় স্মার্টফোন মার্কেট আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত মোবাইল ব্র্যান্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজারে পরিণত হয়েছে। তাই যেসব স্মার্টফোনগুলি গ্লোবাল বাজারে পেশ করা হয়, সেইসব ফোনগুলি কিছু দিনের মধ্যেই ভারতীয় বাজারেও লঞ্চ করা হয়। সম্প্রতি Motorola তাদের লো বাজেট Moto G05 স্মার্টফোন গ্লোবাল বাজারে লঞ্চ করেছিল, এবার ভারতে এই ফোনটি পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট জানানোর সঙ্গেই ফোনের মাইক্রো সাইড লাইভ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আগের থেকে 4 হাজার টাকা কম দামে পাওয়া যাচ্ছে Motorola স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Moto G05 এর ভারতীয় লঞ্চ ডেট

এই বছর 7 জানুয়ারি ভারতে Moto G05 স্মার্টফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে শপিং সাইট ফ্লিপকার্টে আপকামিং ফোনের মাইক্রো সাইড লাইভ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ফোনের ফটো, ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। 7 জানুয়ারি দুপুর 12টা Moto G05 ফোনের দাম এবং সেল ডেট জানানো হবে। এই ফোনটির দাম 10 হাজার টাকার মধ্যে রাখা হবে বলে আশা করা হচ্ছে।

Moto G05 এর স্পেসিফিকেশন

  • 6.67″ HD+ 90Hz Display
  • Mediatek Helio G81 Extreme
  • 4GB RAM + 64GB Storage
  • 50MP Rear Camera
  • 8MP Selfie Camera
  • 18W 5,200mAh battery

ডিসপ্লে: Moto G05 ফোনটি Vegan leather ডিজাইনে তৈরি করা হয়েছে। Moto G05 ফোনে 1604 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে LCD প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিনে 20:9 আসপেক্ট রেশিও, 90Hz রিফ্রেশ রেট, 1000nits পীক ব্রাইটনেস এবং কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে।

প্রসেসর: Moto G05 ফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক হেলিও জি81 আলট্রা অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই প্রসেসর 1.7গীগাহার্টস থেকে 2.0গীগাহার্টস ক্লক স্পীডে কাজ করে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এই ফোনে ARM Mali-G52 MC2 GPU দেওয়া হয়েছে।

স্টোরেজ: ফ্লিপকার্টের মাইক্রো সাইড অনুযায়ী ফোনটি ভারতে 4GB RAM সহ লঞ্চ করা হবে। এই ফোনে RAM Boost ফিচারের মাধ্যমে 12GB RAM পর্যন্ত বাড়ানো যাবে। ফলে 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM এর সুবিধা উপভোগ করা যাবে। এই ফোনটি 64GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হবে।

ক্যামেরা: Moto G05 ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া হবে। এই ফোনের রেয়ার প্যানেলে Quad Pixel ফিচার সহ f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.05 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Moto G05 ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5200mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 2 দিন পর্যন্ত পারফরমেন্স পাওয়া যাবে।

অন্যান্য ফিচার: এই ফোনে ডুয়েল ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটি water-repellent ডিজাইন সহ তৈরি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here