Home খবর প্রকাশ্যে এল Moto G85 5G ফোনের রেন্ডার, থাকতে পারে কার্ভ স্ক্রিন

প্রকাশ্যে এল Moto G85 5G ফোনের রেন্ডার, থাকতে পারে কার্ভ স্ক্রিন

Motorola এর আপকামিং G-সিরিজের Moto G85 5G ফোনটি সম্পর্কে ক্রমাগত লিক এবং সারটিফিকেশন সামনে আসছে। এবার লঞ্চের আগে এই ফোনের রেন্ডার প্রকাশ্যে এসে গেছে। এতে এই ফোনে কার্ভ ডিসপ্লে এবং আগের ফোনের চেয়ে আলাদা লুক দেখা গেছে। এই ফোনটি শীঘ্রই বাজারে লঞ্চ কড়া হবে বলে আশা কড়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া জ্যাক এই ফোনের সম্ভাব্য ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Moto G85 5G এর রেন্ডার (লিক)

Moto G85 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

Moto G85 5G এর দাম (লিক)

ইউরোপের একটি রিটেইলার ওয়েবসাইটে কিছু দিন আগে Moto G85 5G ফোনটি দেখা গিয়েছিল। এখান থেকে জানা গিয়েছে এই ফোনটি €300 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 26,900 টাকা দামে লঞ্চ করা হতে পারে।