ভারতে লঞ্চের জন্য প্রস্তুত 108MP ক‍্যামেরা এবং 6GB র‍্যামসহ Motorola Hanoip

বর্তমান সময়ে ভারতের স্মার্টফোন মার্কেটে একের পর এক নতুন 108MP ক‍্যামেরা সেন্সরযুক্ত স্মার্টফোন লঞ্চ হয়ে চলেছে। একটা সময় ছিল যখন 108 মেগাপিক্সেলের ক‍্যামেরা শুধুমাত্র প্রিমিয়াম স্মার্টফোনেই ব‍্যবহার করা হত। কিন্তু বর্তমানে কোম্পানিগুলি তাদের মিড রেঞ্জ স্মার্টফোনেও 108 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর যোগ করছে। এবার একটি নতুন খবর পাওয়া গেছে যে লেনোভোর অধীনস্থ কোম্পানি মোটোরোলা টেক মঞ্চে একটি নতুন 108 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সরযুক্ত স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। টিপস্টার মুকুল শর্মা ভারতের বিআইএস সার্টিফিকেশন সাইটে Motorola Hanoip নামের এই ফোনটি স্পট করেছেন। তবে ফোনটির সঠিক মার্কেট নেম এখন‌ও পর্যন্ত জানা যায়নি। তবে বিআইএস লিস্টিঙের পর মনে করা হচ্ছে শীঘ্রই ভারতে ফোনটি লঞ্চ করা হবে।

Motorola Hanoip এর ফিচার

মুকুল শর্মা লিস্টিঙের সঙ্গে সঙ্গে Motorola Hanoip এরকিছু ফিচার সম্পর্কেও জানিয়েছেন। জানা গেছে ফোনটির ফ্রন্ট প‍্যানেলে 32 মেগাপিক্সেল ও 16 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সরযুক্ত ডুয়েল সেলফি ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। অন‍্যদিকে ফোনটির রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 108 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 16 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এছাড়া এই ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজসহ দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে বলে জানা গেছে। এর বেশি ফোনটি সম্পর্কে আর কিছু জানা যায়নি।

Moto G100

কয়েক দিন আগে খবর পাওয়া গিয়েছিল মোটোরোলা আগামী 25 মার্চ তাদের ‘জি’ সিরিজে Moto G100 লঞ্চ করা হতে পারে। কিছু দিন আগে টুইটের মাধ্যমে TechnikNews এর ‘Nils Aherensmeier জানিয়েছিলেন কোম্পানি 25 মার্চ Moto G100 ফোনটি লঞ্চ করবে। তবে এবিষয়ে সঠিকভাবে এখনই কিছু বলা সম্ভব নয়‌।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী Moto G100 ফোনটি আসলে গত মাসে চীনে লঞ্চ করা Moto Edge S এর গ্লোবাল ভেরিয়েন্ট হিসেবে পেশ করা হবে। আশা করা হচ্ছে এই ফোনের সমস্ত স্পেসিফিকেশন হুবহু Moto Edge S এর মতোই হবে।

ডিজাইন

কয়েক দিন আগে TechnikNews এর শেয়ার করা ছবিতে Moto G100 এর ডিজাইন দেখা গেছে। ওয়েবসাইটে দেওয়া ছবি অনুযায়ী এই ফোনের ডিসপ্লের তিন দিকে ন‍্যারো বেজল এবং নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া চিন পার্ট থাকবে। ডিসপ্লের ওপরের বাঁদিকের কোণায় ডুয়েল সেলফি ক‍্যামেরার জন্য দুটি পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটসহ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ অবস্থিত। এই ফোনের সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here