আজ লঞ্চ হচ্ছে মোটো জি7 সিরিজ, জানুন কিভাবে বাড়ি বসে লাইভ দেখবেন

মোটোরোলা প্রতি বছর তাদের জি সিরিজে অ্যাডভান্স ও শক্তিশালী ডিভাইস লঞ্চ করে। মোটো জি6 সিরিজ হিট হ‌ওয়ার পর এবার মোটো জি7 এর পালা। মোটোরোলা এই সিরিজে মোটো জি7, মোটো জি7 প্লে, মোটো জি7 প্লাস ও মোটো জি7 পাওয়ার স্মার্টফোন লঞ্চ করা হবে। মোটো জি7 আজ অর্থাৎ 7 ফেব্রুয়ারি প্রথম বারের জন্য টেক মঞ্চে পা রাখতে চলেছে। মোটোরোলার পক্ষ থেকে আজ ব্রাজিলে একটি ইভেন্টের আয়োজন করা হয়েছে এবং এই ইভেন্টের মঞ্চেই মোটো জি7 সিরিজের ফোন লঞ্চ করা হবে।

লঞ্চের আগেই জেনে নিন 32 মেগাপিক্সেল সেলফি ও 48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরাযুক্ত ভিভো ভি15 প্রোর ফুল স্পেসিফিকেশন

মোটো জি7 সিরিজ আজ ব্রাজিলে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু বলা না হলেও শোনা যাচ্ছে আজ গ্লোবাল মঞ্চে মোটো জি7 লঞ্চের সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটেও লঞ্চ করা হবে। আজ ব্রাজিলের স্থানীয় সময় অনুযায়ী 10টার সময় এই ইভেন্টের আয়োজন করা হবে। এই সময় ভারতে বিকাল 5টা বেজে 30 মিনিট হবে।

সমগ্ৰ বিশ্বের মোটোরোলা ফ‍্যানদের জন্য কোম্পানি মোটো জি7 সিরিজের লঞ্চ ইভেন্ট লাইভ দেখানোর ব‍্যবস্থা করেছে। মোটোরোলার পক্ষ থেকে মোটো জি7 সিরিজের লঞ্চ ইভেন্ট কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মে লাইভ দেখানো হবে। সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মের সঙ্গে মোটোরোলার ব্রাজিলিয়ান ওয়েবসাইটেও এই ইভেন্ট লাইভ দেখানো হবে।

আবার কমল স‍্যামসাঙের চার রেয়ার ক‍্যামেরাওয়ালা গ‍্যালাক্সি এ9 এর দাম, জেনে নিন এখন কত দামে কিনবেন ফোনটি

মোটো জি7 সিরিজের লঞ্চ ইভেন্ট ফেসবুকে লাইভ দেখার জন্য এখানে ক্লিক করুন
মোটো জি7 সিরিজের লঞ্চ ইভেন্ট কোম্পানির ওয়েবসাইটে লাইভ দেখার জন্য এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here