এই বছর অর্থাৎ 2019 সালে বিভিন্ন স্মার্টফোন কোম্পানি তাদের একাধিক নতুন টেকনোলজিযুক্ত নতুন নতুন স্মার্ট লঞ্চ করেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যে সেগমেন্টে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে তা হল ক্যামেরা। এই বছর বিভিন্ন স্মার্টফোনে 48 মেগাপিক্সেল থেকে শুরু করে 108 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা ব্যবহার হতে দেখা গেছে। কিন্তু এবার খবর পাওয়া গেছে টেক কোম্পানি স্যামসাং 144 মেগাপিক্সেলের ক্যামেরাওয়ালা স্মার্টফোন নিয়ে কাজ করছে। এছাড়া রিপোর্ট থেকে আরও জানা গেছে কোম্পানি আগামী বছর তাদের Galaxy S11 ফোনটি 108 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে পেশ করতে পারে।
বিখ্যাত টিপস্টার আইস ইউনিভার্স টুইট করে জানিয়েছেন স্যামসাং 144 মেগাপিক্সেল ক্যামেরার ওপর কাজ করছে। এই 144 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর তৈরির জন্য কোম্পানি 14nm FinFET প্রসেসর ব্যবহার করবে। আইস ইউনিভার্স 144 মেগাপিক্সেল ক্যামেরার ইনফোগ্ৰাফিক ইমেজও শেয়ার করেছেন। 14nm প্রসেসরের সাহায্যে 100 মিলিয়নেরও বেশি পিক্সেল ডেনসিটির সঙ্গে সেন্সর ডেভেলপ করা যাবে। এই সেন্সর তৈরির জন্য FinFET টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এর ফলে সেন্সরের পাওয়ার কনজাংশনও কম হবে। এছাড়া 144 মেগাপিক্সেল সেন্সরের ব্যাপারে বেশি কিছু জানা যায়নি।
এর আগে শাওমি 108 মেগাপিক্সেল ক্যামেরাওয়ালা Mi Note 10 লঞ্চ করেছে। এবার এই ফোনটি ভারতে লঞ্চ হবে বলে জানা গেছে। শাওমির Mi Note 10 বিশ্বের প্রথম 108 মেগাপিক্সেল ক্যামেরাওয়ালা স্মার্টফোন। আমরা জানতে পেরেছি কোম্পানি আগামী বছর অর্থাৎ 2020 সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ভারতে Mi Note 10 লঞ্চ করবে এবং এই ফোনটির দাম 40,000 টাকার কাছাকাছি হবে।
আরও পড়ুন : BSNL বদলে দিল তাদের 118 টাকা, 187 টাকা এবং 399 টাকা দামের প্রিপেইড প্ল্যান, কমে গেছে ভ্যালিডিটি
আমরা Mi India Community ওয়েবসাইটে Mi Note 10 এর একটি পেজ দেখেছিলাম যেখানে শাওমির পক্ষ থেকে একটি ফোটোগ্ৰাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতায় 19 জানুয়ারি পর্যন্ত এন্ট্রি করা যাবে এবং 5 ফেব্রুয়ারি বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এই প্রতিযোগিতার বিজয়ী Mi Note 10 স্মার্টফোন পাবেন। ওয়েবপেজে আমেরিকান ডলার অনুযায়ী Mi Note 10 এর দাম বলা হয়েছে 46,832 টাকা। তবে আমরা আশা করছি ভারতে ফোনটি 40,000 টাকার কাছাকাছি দামে লঞ্চ করা হবে। এবং এই প্রতিযোগিতার বিজয়ীদের নাম মার্কেটে Mi Note 10 লঞ্চের পর ঘোষণা করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন