ভারতে লঞ্চ হল Realme X2, এতে আছে 8 জিবি র‍্যাম, 4,000 এম‌এএইচ ব‍্যাটারী, 32 মেগাপিক্সেল সেলফি ও 64 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা

টেক কোম্পানি সেপ্টেম্বর মাসে ঘোষণা করেছিল তারা এই বছর অর্থাৎ 2019 সাল শেষ হ‌ওয়ার আগেই ভারতে এমন একটি স্মার্টফোন লঞ্চ করবে যা 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্দরযুক্ত কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপসহ লঞ্চ করা হবে এবং এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেটে রান করে। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল এই ফোনটি Realme XT 730G নামে লঞ্চ করা হবে। কিন্তু আজ কোম্পানি তাদের এই ফোনটি Realme X2 নামে ভারতে অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে। Realme X2 ফোনটি আগামী 20 ডিসেম্বর থেকে16,999 টাকার প্রাথমিক দামে ভারতে সেল করা হবে।

আরও পড়ুন : চলে এল Vivo X30 সিরিজ, এতে দুর্দান্ত ক‍্যামেরার সঙ্গে আছে অসাধারণ স্পেসিফিকেশন

Realme X2 এর লুক ও ডিজাইন

কোম্পানির পক্ষ থেকে Realme X2 ফোনটি 3ডি গ্লাস ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে তিনদিক সম্পূর্ণভাবে বেজল লেস এবং ওপরের দিকে ছোট “ভি” শেপের নচ দেওয়া হয়েছে। Realme এটি ডিউড্রপ নামে পেশ করেছে। কোম্পানি তাদের Realme X2 এর ব‍্যাক প‍্যানেল‌ও গ্লাসের সঙ্গে পেশ করেছে যা প্রিমিয়াম এক্সপেরিয়েন্স দেয়। Realme X2 এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যা ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে অবস্থিত।

এই ক‍্যামেরা সেট‌আপের চারটি সেন্সর একটি রিঙের মধ্যেই দেওয়া হয়েছে এবং সবচেয়ে ওপরের সেন্সরের চারদিকে একটি হলুদ রঙের আউটলাইন আছে। এই সেন্সরের নিচে 64MP লেখা আছে। রেয়ার ক‍্যামেরা সেট‌আপের ডানদিকে ফ্ল‍্যাশ লাইট আছে। ব‍্যাক প‍্যানেলে নিচের দিকে Realme এর ব্র‍্যান্ডিং দেওয়া হয়েছে। Realme X2 এর সাইড প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং এক‌ইভাবে এই ফোনের নিচের প‍্যানেলে ইউএসবি পোর্ট অবস্থিত।

আরও পড়ুন : ফ্লিপকার্ট থেকে জানা গেল Realme Buds Air এর দাম, লঞ্চ হবে 17 ডিসেম্বর

ক‍্যামেরা ডিটেইলস

Realme X2 তে Samsung ISOCELL Bright GW1 টেকনোলজি ব‍্যবহার করা হয়েছে। এই টেকনোলজির সাহায্যে 9216 × 6912 পিক্সেল রেজলিউশনযুক্ত আল্ট্রা হাই পিক্সেল ইমেজ ক‍্যাপচার করা যায়। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে চারটি ক‍্যামেরা সেন্সর আছে। Realme X2 এর কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে।

এর সঙ্গে Realme X2 তে এফ/2.25 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের‌ই ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Realme X2 তে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : Jio এর আগে Airtel শুরু করল VoWi-Fi কলিং সার্ভিস, কোনো নেট‌ওয়ার্ক সিগন্যাল ছাড়াই করা যাবে কল

Realme X2 স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Realme X2 ফোনটি 91.9 স্ক্রিন টু বডি রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যার মধ্যে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে আছে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া হয়েছে। এই ফোনের ফ্রন্ট ও রেয়ার উভয় প‍্যানেল সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করা হয়েছে।

Realme X2 ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6.1 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 8 এন‌এম টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 618 জিপিইউ দেওয়া হয়েছে। ভারতীয় মার্কেটে Realme X2 ফোনটি 4 জিবি, 6 জিবি ও 8 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে।

আরও পড়ুন : Exclusive : চলে এল OnePlus 8 Lite এর রেন্ডার, এতে থাকবে ডুয়েল রেয়ার ক‍্যামেরা ও পাঞ্চ হোল ডিসপ্লে

Realme X2 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। এই ফোনে সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে VOOC Flash Charge 4.0 টেকনিকযুক্ত  30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে যা ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ করা যায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনের ব‍্যাটারী মাত্র 30 মিনিটের মধ্যে 67 শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে।

ভেরিয়েন্ট ও দাম

Realme X2 আগামী 20 ডিসেম্বর থেকে শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি পার্ল ব্লু, পার্ল গ্ৰিন ও পার্ল হোয়াইট কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটির বিভিন্ন ভেরিয়েন্ট ও দাম হল :

4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট = 16,999 টাকা
6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট = 18,999 টাকা
8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট = 19,999 টাকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here