এখন ভারতেও বিক্রি হবে Nokia 2.4 স্মার্টফোন, মাত্র 10,399 টাকা দামে শুরু হল সেল

গত মাসে টেক কোম্পানি নোকিয়া ভারতে লো বাজেট স্মার্টফোন Nokia 2.4 লঞ্চ করেছিল। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি মাত্র 10,399 টাকা দামে পেশ করা হয় যা এই প্রাইস সেগমেন্টে শাওমি-রিয়েলমির মতো চাইনিজ কোম্পানির ফোনকে টেক্কা দিতে সক্ষম। ভারতে লঞ্চের সময় থেকেই Nokia 2.4 এর প্রিবুকিং শুরু করে দেওয়া হয়। তখন ফোনটির অফলাইন সেল সম্পর্কে কিছু বলা হয়নি, কিন্তু বর্তমানে কোম্পানির তরফ থেকে অফিসিয়ালি ভারতে Nokia 2.4 এর সেল শুরু করে দিয়েছে।

আরও পড়ুন: 50MP ক‍্যামেরার সঙ্গে আসছে শক্তিশালী স্মার্টফোন OnePlus 9, লঞ্চের আগেই জেনে নিন এর বিশেষত্ব

আজ থেকেই Nokia 2.4 এর সেল শুরু হয়েছে। কোম্পানি টুইটের মাধ্যমে ফোনটির সেল সম্পর্কে জানিয়েছে। প্রায় এক মাস ধরে প্রিবুকিং চলার পর আজ থেকে শপিং সাইট আমাজন ও ফ্লিপকার্টের পাশাপাশি দেশের অফলাইন রিটেইল স্টোরে ফোনটি বেচা হবে। অফলাইন মার্কেটেও Nokia 2.4 ফোনটি 10,399 টাকার বিনিময়ে Dusk, Fjord Charcoal কালার ভেরিয়েন্টে কেনা যাবে।

Nokia 2.4

কোম্পানি তাদের Nokia 2.4 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লের তিন দিক বেজল লেস রাখা হয়েছে এবং নিচের দিকে চ‌ওড়া চিন পার্ট দেওয়া হয়েছে। এই অংশে Nokia এর ব্র‍্যান্ডিং রয়েছে। স্ক্রিনের ওপর মাঝ বরাবর ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মাত্র 10,999 টাকা দামে লঞ্চ হল 6000mAh ব‍্যাটারী ও 4GB RAM যুক্ত Xiaomi Redmi 9 Power

কোম্পানি তাদের Nokia 2.4 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করেছে এবং এটি অ্যান্ড্রয়েড 11 রেডি। এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে। ভারতে ফোনটি 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজসহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য Nokia 2.4 এর ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ভার্টিক‍্যাল শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের 5পি প্রাইমারি লেন্সের সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের 3পি ফ্রন্ট লেন্স দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নতুন বছরে ধামাকা করতে আসছে Samsung Galaxy A72 5G, দেখে নিন ডিজাইন

Nokia 2.4 ফোনটি একটি রিয়েল ডুয়েল সিম স্মার্টফোন যার মধ্যে এক‌ই সঙ্গে দুটি ন‍্যানো সিম ও একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যায়। এই ফোনটি 3.5 এম‌এম অডিও জ‍্যাক, এন‌এফসি ও অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে 4জি ভোএলটিই সাপোর্ট করে। কোম্পানি তাদের এই ফোনে গুগল অ্যাসিসট‍্যান্টের জন্য শর্টকাট বাটন যোগ করেছে। সিকিউরিটির জন্য Nokia 2.4 এর ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,500 এম‌এএইচের ব‍্যাটারী আছে। এই ফোনে ওটিজি ফিচার দেওয়া হয়েছে যার সাহায্যে রিভার্স চার্জিংয়ের মাধ্যমে অন্য ফোন চার্জ করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here