মাত্র 4,499 টাকা দামে লঞ্চ হল UPI পেমেন্ট ফিচার সহ Nokia 2660 Flip ফোন, রয়েছে স্টাইলিশ ডিজাইন

কীপ্যাড ফোন নিয়ে কথা উঠলে ইন্ডিয়ান ইউজাররা চোখ বন্ধ করে নোকিয়ার ওপর ভরসা করেন এবং এই ব্র্যান্ডেরই ফিচার ফোন কেনেন। ভারতে ক্রমবর্ধমান ইউপিআই এবং ডিজিটাল পেমেন্টের চাহিদা দেখে কোম্পানি UPI Scan & Pay ফিচার সহ Nokia 2660 Flip ফোনটি পেশ করেছে। অর্থাৎ মাত্র 5 হাজার টাকার চেয়েও কম দামে এবার থেকে ইউপিআই পেমেন্টের সুবিধা পাওয়া যাবে। আরও পড়ুন: 12GB RAM, 50MP ক্যামেরা এবং 80W চার্জিং সহ লঞ্চ হল Vivo V29 Pro, জেনে নিন বিস্তারিত

UPI Scan & Pay ফিচার

বাজারে UPI Transactions এর ক্রমবর্ধমান ব্যাবহার ব্যাপকহারে লক্ষণীয়। বর্তমানে ছোট থেকে বড় যে কোনো পেমেন্টের ক্ষেত্রে সাধারণ মানুষ ডিজিটাল পেমেন্টের পথ বেছে নিচ্ছেন। Nokia 2660 Flip ফোনের UPI Scan & Pay ফিচার ব্যাবহার করেও ইউজাররা ডিজিটাল ট্রানজংকশন করতে পারবেন। এই ফোনের একটি বাটন প্রেস করেই UPI Payment করা যাবে। ফোনটির নতুন মডেল আউটঅফ দা বক্স এই ফিচার পাওয়া যাবে, অন্যদিকে পুরনো মডেলে সফটওয়্যার আপডেট করে এই ফিচার উপভোগ করা যাবে।

Nokia 2660 Flip এর দাম

ভারতে Nokia 2660 Flip ফোনটি মাত্র 4,499 টাকা দামে পেশ করা হয়েছে এবং এই ফোনটি অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্মের মাধ্যমে কেনা যাবে। এই ফোনটি Pop Pink এবং Lush Green কালারে সেল করা হবে। আরও পড়ুন: Samsung ভারতে লঞ্চ করল Galaxy S23 FE, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Nokia 2660 Flip এর স্পেসিফিকেশন

  • এতে 240 x 320 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 2.8 ইঞ্চির QVGA প্রাইমারি ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া ফোনটির পেছনের দিকে 120 x 160 পিক্সেল রেজলিউশনযুক্ত 1.77 ইঞ্চির QQVGA সেকেন্ডারি ডিসপ্লে রয়েছে।
  • Nokia 2660 Flip ফোনটি S30+ অপারেটিং সিস্টেমে কাজ করে। [রসেসিঙ্গের জন্য এতে Unisoc T107 যোগ করা হয়েছে।
  • এই ফোনে 48MB RAM এবং 128MB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া মাইক্রোএসডি মারদ ব্যাবহার করে ফোনের স্টোরেজ বাড়ানোর সুবিধাও আছে।
  • ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 0.3 মেগাপিক্সেল VGA ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি ফ্লিপ ডিজাইনের হওয়ার ফলে এই ক্যামেরা সেলফি তোলার জন্যও ব্যাবহার করা যাবে।
  • কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে ব্লুটুথ 4.2, ডুয়েল সিম, 3.5mm অডিও জ্যাক এবং মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য এতে 1480 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনের মাইক্রো ইউএসবি পোর্টের মাধ্যমে এটি চার্জ করা যাবে।
  • ইনস্ট্যান্ট কলিঙের জন্য এতে এমারজেন্সি বাটন ফিচার রয়েছে। যেখানে 5টি কন্ট্যাক্ট এমারজেন্সি কল বাটনে সেভ করা যাবে।
  • এন্টারটেইনমেন্টের জন্য এই ফোনে ওয়্যারলেস এফএম এবং এমপি3 প্লেয়ার সহ স্নেক, রেসিং এবং ডুডল জাম্প গেম দেওয়া হয়েছে।
  • Nokia 2660 Flip ফোনের ডায়মেনশন 18.9mm x 108mm x 55mm এবং ওজন 123 গ্রাম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here