12GB RAM, 50MP ক্যামেরা এবং 80W চার্জিং সহ লঞ্চ হল Vivo V29 Pro, জেনে নিন বিস্তারিত

Vivo ভারতে তাদের সবচেয়ে জনপ্রিয় V সিরিজে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি Vivo V29 এবং V29 Pro পেশ করেছে। এই ফোনদুটি শুধুমাত্র দেখতেই স্টাইলিশ নয়, বরং এই ফোনের ক্যামেরা এবং স্পেসিফিকেশনও যথেষ্ট শক্তিশালী। এই ফোনে 12GB RAM, 50MP ক্যামেরা এবং এমোলেড ডিসপ্লের মতো বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার রয়েছে। Vivo V29 সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে Vivo V29 Pro সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: Samsung ভারতে লঞ্চ করল Galaxy S23 FE, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Vivo V29 Pro এর দাম এবং অফার

ভারতের বাজারে Vivo V29 Pro ফোনটি 8GB RAM + 256GB মেমরি এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই দুটি মডেলের দাম যথাক্রমে 39,999 টাকা এবং 42,999 টাকা। আজ থেকেই এই ফোনের প্রিবুকিং শুরু হয়ে গেছে এবং আগামী 10 অক্টোবর থেকে শপিং সাইট ফ্লিপকার্ট ও অফলাইন ভিভো পার্টনার রিটেইল স্টোরের মাধ্যমে ফোনটি সেল করা হবে। কোম্পানি এই ফোন কেনার সময় এইচডিএফসি ব্যাঙ্ক এবং এসবিআই ব্যাঙ্কের কার্ড ব্যাবহার করলে 3,500 টাকার ডিসকাউন্ট দেবে বলে জানিয়েছে।

Vivo V29 Pro এর ডিজাইন

এখনও পর্যন্ত ভি সিরিজের Vivo V29 Pro ফোনটি স্মার্ট লুক সহ এখনও পর্যন্ত সবচেয়ে হিরো প্রোডাক্ট। এই ফোনটি হিমালয়ান ব্লু এবং স্পেস ব্ল্যাক কালারে পেশ করেছে। ফোনটির বডি গ্লাস দিয়ে তৈরি এবং অত্যন্ত পাতলা। ফোনটি মাত্র 7.4 এমএম চওড়া। এর ওজন 188 গ্রাম। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। আরও পড়ুন: লঞ্চ হল Nokia XR21 লিমিটেড এডিশন স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Vivo V29 Pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo V29 Pro তে 6.78 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 2800 × 1260 পিক্সেল রেজলিউশন এবং 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এতে AMOLED প্যানেল জহ করা হয়েছে। এছাড়া এই ফোনের ডিসপ্লে 1300 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: কোম্পানি এই ফোনটি MediaTek Dimensity 8200 চিপসেটের সঙ্গে পেশ করেছে। এই অক্টাকোর প্রসেসরটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। এই প্রসেসর হেভি পারফরমেন্সের জন্য যথেষ্ট সুনাম অর্জন করেছে এবং এটি 64 বিটে কাজ করে।
  • স্টোরেজ: কোম্পানি এই ফোনটি 8GB এবং 12GB RAM এর সঙ্গে পেশ করেছে। ফোনটি LPDDR5x RAM টেকনোলজি সাপোর্ট করে। এছাড়া এতে virtual RAM ফিচারও রয়েছে। এই ফোনে 256GB UFS 3.1 স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo V29 Pro তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে অরা লাইটের সঙ্গে OIS ফিচারযুক্ত এবং f/1.88 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, f/1.98 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেল পোর্টেট লেন্স এবং 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফির জন্য এতে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4600mAh ব্যাটারি রয়েছে। ফোনটির রিটেইলবক্সের মধ্যেই চার্জার পাওয়া যাবে।

Vivo V29 Pro এর প্রতিদ্বন্দ্বী

কোম্পানি তাদের Vivo V29 Pro ফোনটি 40 হাজার টাকা ওপরের প্রাইস ব্র্যাকেটে পেশ করেছে। এই প্রাইস রেঞ্জে OPPO Reno 10 Pro এবং OnePlus 11R ফোনদুটি এই ফোনটিকে কড়া টক্কর দেবে। উভয় ফোনেই শক্তিশালী ফিচারের পাশাপাশি অসাধারণ ক্যামেরা রয়েছে। আরও পড়ুন: গীকবেঞ্চে লিস্টেড OPPO Find N3 Flip এর গ্লোবাল মডেল, শীঘ্রই হতে পারে লঞ্চ

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here