10,999 টাকা দামে লঞ্চ হল নোকিয়ার নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন নোকিয়া 5.1 প্লাস, পয়লা অক্টোবর থেকে হবে সেল

নোকিয়া গতমাসে ভারতে নচ ডিসপ্লে সেগমেন্টে এন্ট্রি করে একসঙ্গে দুটি ফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ নোকিয়া 6.1 প্লাস ও নোকিয়া 5.1 প্লাস পেশ করেছিল। এর মধ্যে নোকিয়া 6.1 প্লাস ইতিমধ্যে দেশে সেল শুরু হয়ে গেছে এবং গতকাল কোম্পানি নোকিয়া 5.1 প্লাস ভারতীয় বাজারে লঞ্চ করে দিয়েছে। নোকিয়া 5.1 প্লাস 10,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে যা আগামী পয়লা অক্টোবর থেকে শপিং সাইট ফ্লিপকার্টে এক্সক্লুসিভ সেল শুরু হবে।

নোকিয়া 5.1 প্লাসের সবচেয়ে বড় বিশেষত্ব এর নচ ডিসপ্লে। এটি নোকিয়ার দ্বিতীয় নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন। এই ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে ও এতে 1520 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.86 ইঞ্চির এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটি 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্ট করেছে।
নোকিয়া 5.1 প্লাস অ্যান্ড্রয়েড 5.1 (অ্যান্ড্রয়েড ওয়ান) এর সঙ্গে পেশ করা হয়েছে। অ্যান্ড্রয়েড ওয়ান থাকায় গুগলের সমস্ত অ্যান্ড্রয়েড আপডেট সবার আগে পাওয়া যাবে। অর্থাৎ কিছু দিনের মধ্যেই ফোনটি অ্যান্ড্রয়েড পাইতে আপডেট হয়ে যাবে। ফোনটি 1.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি60 চিপসেটে রান করে।

কোম্পানি এই ফোনে 3 জিবি র‍্যাম যোগ করেছে। এই ফোনে 32 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে ভার্টিক‍্যাল শেপে 13 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

নোকিয়া 5.1 প্লাস একটি 4জি ফোন যার ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। নোকিয়ার মালিক কোম্পানি এইচ‌এমডি গ্লোবাল এই ফোনটি 10,999 টাকা দামে লঞ্চ করেছে যা আগামী পয়লা অক্টোবর থেকে গ্লস ব্ল‍্যাক ও গ্লস মিডনাইট ব্লু কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here