পপ-আপ ক‍্যামেরা এবং 5জি টেকনোলজির সঙ্গে MWC 2020 তে লঞ্চ হতে পারে Nokia 8.2

Iconic Image from Google

বিশ্বের অন‍্যতম টেক কোম্পানি Nokia এর প‍্যারেন্ট কোম্পানি এইচ‌এমডি গ্লোবাল কয়েক দিন আগে ভারতে Nokia 6.2 স্মার্টফোন লঞ্চ করেছে। এখন খবর পাওয়া যাচ্ছে যে কোম্পানি আগামী দিনে Nokia 8.নামে একটি স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই স্মার্টফোনে কোম্পানি 5জি কানেক্টিভিটি ফিচার যোগ করতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে স‍্যামসাং ও হুয়াইয়ের মতো কোম্পানি তাদের 5জি কানেক্টিভিটি ফিচারযুক্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। 

64 মেগাপিক্সেলের দৌঁড়ে শাওমিকে হারাতে চলে এল Oppo K5, কড়া প্রতিযোগিতায় Redmi Note 8 Pro

এবার Nokiapoweruser এর রিপোর্ট থেকে জানা গেছে যে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) 2020 এর মঞ্চে দাঁড়িয়ে অর্থাৎ আগামী বছর এইচ‌এমডি গ্লোবাল তাদের Nokia 8.2 স্মার্টফোন 5জি টেকনোলজির সঙ্গে পেশ করতে পারে। 

রিপোর্টে বলা হয়েছে Nokia 8.2 এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। অন‍্যদিকে সেলফির জন্য কোম্পানি পপ-আপ ক‍্যামেরা ট্রেন্ড ফলো করতে পারে। এই বছর বেশ কিছু স্মার্টফোনে পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হতে দেখা গেছে। 

ভারতে লঞ্চ হল Samsung এর সবচেয়ে শক্তিশালী ট‍্যাবলেট Galaxy Tab S6, ফিচার জেনে অবাক হতে হয়

এছাড়া রিপোর্টে আরও বলা হয়েছে যে এই স্মার্টফোনের দাম সম্পর্কে এইচ‌এমডি গ্লোবালের সিপিও (Chief Product Officer) জুুহো সার্ভিকাসের বক্তব্য অনুযায়ী 500 ডলার (প্রায় 33,500 টাকা) রাখা হতে পারে। এই ডিভাইসটি গত বছর কোম্পানির লঞ্চ করা Nokia 8.1 এর আপগ্ৰেডেড ভেরিয়েন্ট হবে। 

কিছু আগে প্রকাশ পাওয়া লিক অনুযায়ী Nokia 8.2 তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 700 সিরিজের চিপসেট দেওয়া হতে পারে। টেক জগতের সমালোচনা অনুযায়ী হয়ত Nokia 8.2 তে স্ন‍্যাপড্রাগন 735 চিপসেট দেওয়া হবে। 

লঞ্চ হল বিশ্বের সবচেয়ে দ্রুত চার্জ হ‌ওয়া স্মার্টফোন Oppo Reno Ace, এতে আছে শক্তিশালী প্রসেসর এবং 12 জিবি র‍্যাম

সবচেয়ে বড় কথা আজ পর্যন্ত Nokia তাদের কোনো ফোনে পপ আপ সেলফি ক‍্যামেরা ব‍্যবহার করেনি। তাই Nokia 8.2 কোম্পানির প্রথম স্মার্টফোন হতে চলেছে যা এই টেকনোলজিযুক্ত হবে। অন‍্যদিকে কোম্পানির Nokia 5.2 স্মার্টফোন সম্পর্কে বলা হয়েছে যে এই স্মার্টফোনটি কোম্পানির পক্ষ থেকে খুব তাড়াতাড়ি বাজারে নিয়ে আসা হবে। এই স্মার্টফোনে 5.2 নচ ডিসপ্লে দেখা যেতে পারে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here