নোকিয়া ব্রান্ডের ফোন তৈরি করা কোম্পানি HMD Global আগামী মাসের 8এপ্রিল একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে। ইভেন্ট চলাকালীন কিছু সস্তা স্মার্টফোন লঞ্চ হওয়ার আশা করা যাচ্ছে, যার মধ্যে Nokia X20, Nokia X10 আর Nokia G10 স্মার্টফোন লঞ্চের আশা করা যাচ্ছে। আবার এই তিনটি ফোনের মধ্যে নোকিয়া এক্স 20 5G কে ইউএস ফেডারাল কমিউনিকেশন কমিশন (FCC) এর পক্ষ থেকে সার্টিফিকেশন পেয়েছে আর ভারতীয় IMEI ডাটাবেস এও দেখানো হয়েছে, এর থেকে আশা করা যাচ্ছে ফোনটিকে ভারতেও লঞ্চ করা হবে। নোকিয়া ব্রান্ডের লাইসেন্স ধারি কোম্পানি HMD Global স্মার্টফোন সম্পর্কে কোনো আধিকারিক তথ্য জানায়নি। এর আগে নোকিয়া X20 5G কে প্রথমে গীকবেঞ্চ এ দেখা গিয়েছিল যেখানে এতে কোয়ালকোম স্ন্যাপড্রাগন 480 SoC যুক্ত থাকার কথা বলা হয়েছে।
ওয়েবসাইট এ লিস্ট হওয়া Nokia X20
MySmartPrice ওয়েবসাইট এ এই সার্টিফিকেশন লিস্টিং দেখা গেছে। ফোনের মডেল নাম্বার TA-1341 এর সাথে ভারতীয় IMEI ডাটাবেসে দেখা গেছে। এরকম তখনই হয় যখন কোনো ফোন দেশে লঞ্চ হয় আর এইজন্যই আমরা আগামী সপ্তাহে X20 এর ইন্ডিয়া লঞ্চের আশা করছি।
Nokia X20 এর ডিজাইন আর স্পেসিফিকেশন্স
আমরা শুরুতে যা বলেছিলাম যে Nokia X20 5G ভেরিয়েন্টে FCC থেকে সার্টিফিকেশন পেয়েছে। ফোনটিকে আরেকবার মডেল নাম্বার TA-1341 এর সাথে লিস্ট করা হয়েছে আর বলা হয়েছে যে এটি 5G সাপোর্টের সাথে আসবে। লিস্টিঙে একটি স্কেচ সামনে এসেছে যেটি ফোনের রিয়ার প্যানেল দেখায়। আপনি ফোনের রিয়ারে থাকা সার্কুলার ক্যামেরা মডিউল ফোটোতেও দেখতে পারবেন।
এছাড়া বিগত কিছু দিনে গীকবেঞ্চ এর লিস্টিঙে সামনে এসেছে ফোনে মাল্টিটাস্কিং এর জন্য স্ন্যাপড্রাগন 480 প্রসেসর থাকবে যেটি একটি সস্তা 5G চিপসেট। চিপসেট ছাড়া লিস্টিং এ এও জানা গেছে যে ফোনে 6 জিবি র্যাম আর ফোনটি Android 11 OS এ চলবে।
Nokia G10
বলে দেওয়া যাক যে বিগত দিনে এখটি লিকের মাধ্যমে Nokia G10 এর তথ্য সামনে এসেছিল। শোনা যাচ্ছে ফোনে 6.38 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে, স্পিড আর মাল্টিটাস্কিং এর জন্য মিডিয়াটেক হেলিয়ো পি22 প্রোসেসর, 4জিবি পর্যন্ত র্যাম আর 64 জিবি স্টোরেজ থাকবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন