লঞ্চ হল নচ ডিসপ্লেওয়ালা প্রথম স্মার্টফোন নোকিয়া এক্স6, 6 জিবি র‍্যাম ও ডুয়েল ক‍্যামেরার সঙ্গে স্টক অ্যান্ড্রয়েড

নোকিয়ার মালিক ব্র‍্যান্ড টেক কোম্পানি এইচ‌এমটি গ্লোবাল দীর্ঘ অপেক্ষার পর তাদের নতুন ডিভাইস আন্তর্জাতিক বাজারে নিয়ে এলো। নোকিয়া ফ‍্যানদের জন‍্য নোকিয়া এক্স6 লঞ্চ করল। নোকিয়ার তরফ থেকে ফোনটি চীনা বাজারে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। চীনে ফোনটি 1,299 ইউআন রাখা হয়েছে, ভারতীয় মুদ্রায় প্রায় 13,800 টাকা।

নোকিয়া এক্স6 কোম্পানির প্রথম এমন স্মার্টফোন যা নচ ডিসপ্লেসহ পেশ কবা হবে। ফোনে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 5.8 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হচ্ছে। নোকিয়ার এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে স্টক অ্যান্ড্রয়েড দিয়ে পেশ করা হয়েছে যা পরে অ্যান্ড্রয়েড পি লঞ্চ করার পর তাতে আপডেট করে নেওয়া যাবে। ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 636 চিপসেটে রান করে।

ফোটোগ্রাফির জন‍্য ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশসহ ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। 16 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা ব‍্যাক প‍্যানেলে ভার্টিকাল শেপে আছে। সেলফির জন‍্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ ফেস আনলক ফিচার আছে। 4জি ভোনটিই ও সব রকম বেসিক কানেক্টিভিটির সঙ্গে 3,060 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

লঞ্চ হল অত‍্যন্ত স্টাইলিস অনার 10, 6 জিবি র‍্যাম এবং ডুয়েল ক‍্যামেরার সঙ্গে এতে চলে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন

নোকিয়া এক্স6 তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটি 4 জিবি র‍্যামের সাথে 32 জিবি ইন্টারনাল মেমরি, 4 জিবি র‍্যামের সাথে 64 জিবি ইন্টারনাল মেমরি, 6 জিবি র‍্যামের সাথে 64 জিবি ইন্টারনাল মেমরি আছে। তিনটি ফোনের দাম যথাক্রমে 1,299 ইউআন (প্রায় 13,800 টাকা), 1,499 ইউআন (প্রায় 16,000 টাকা), 1,699 ইউআন (প্রায় 18,000 টাকা) রাখা হয়েছে। তিনটি ভেরিয়েন্টে মাইক্রোএসডি কার্ড লাগানো যায়। চীনে ফোনটি ব্ল‍্যাক এবং হোয়াইট রঙে পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here