5ই সেপ্টেম্বর লঞ্চ হবে 8 জিবি র‍্যাম ও স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটযুক্ত নুবিয়া জেড18

দীর্ঘদিন ধরে সমালোচনা শোনা যাচ্ছে যে টেক কোম্পানি নুবিয়া তাদের জেড সিরিজের জেড18 স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। নুবিয়া জেড18 চীনা সার্টিফিকেশন সাইট টেনাতে লিস্টেড করা হয়েছে যেখানে ফোনটির সম্পূর্ণ দেওয়া আছে। আজ কোম্পানি ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। নুবিয়া মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোর সাহায্যে লঞ্চ ইভেন্ট শেয়ার করেছে। এই ইনভাইটে বলা হয়েছে নুবিয়া জেড18 ফোনটি 5ই সেপ্টেম্বর টেক জগতে লঞ্চ করা হবে।

নুবিয়ার এই টিজারে ফোনের শেপ বানানো হয়েছে এবং 5ই সেপ্টেম্বর লঞ্চ ডেট বলা হয়েছে। ফোনের ইমেজে ফ্রন্ট প‍্যানেলে ওয়াটারড্রপ ডিসপ্লে দেখানো হয়েছে এবং ফোনটি বেজল লেস। টিজার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে নুবিয়া জেড18 লেটেস্ট ট্রেন্ডের ভি শেপের নচযুক্ত হবে। লিক অনুযায়ী এতে 2160 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.88 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে।

লিক অনুযায়ী নুবিয়া জেড18 ফ্ল‍্যাগশিপ ফোনটি 6 জিবি ও 8 জিবি র‍্যামের pipসঙ্গে লঞ্চ করা হবে। এই দুটি ভেরিয়েন্টে 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। টেনাতে দেওয়া লিস্টিঙে নুবিয়া জেড18 ফোনটি অ্যান্ড্রয়েড অরিও যুক্ত হবে এবং কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করবে। এছাড়া গ্ৰাফিক্সের জন্য এতে এড্রিনো 630 জিপিইউ দেখা যেতে পারে।

ওয়ানপ্লাস 6টি এর প্রস্তুতি চলছে, কমিশন ওয়েবসাইটে হল লিস্টেড, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

লিকে বলা হয়েছে নুবিয়া জেড18 এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে যেখানে 24 মেগাপিক্সেলের প্রাইমারি ও 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর থাকবে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হতে পারে। শোনা যাচ্ছে ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টের সঙ্গে ডুয়েল সিম ও ইউএসবি টাইপ সি এর মতো ফিচারের সঙ্গে 3,050 এম‌এএইচ ব‍্যাটারী যুক্ত হবে।

আগামী 5ই সেপ্টেম্বর নুবিয়া জেড18 লঞ্চ হতে চলেছে। ফোনটির দাম ও সঠিক স্পেসিফিকেশনের জন্য লঞ্চের অপেক্ষা করা হচ্ছে। 5ই সেপ্টেম্বর ফোনটি চীনে লঞ্চ করা হবে। নুবিয়া কবে জেড18 ফোনটি গ্লোবাল মঞ্চে পেশ করবে সেবিষয়ে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here