Ola S1 নাকি Simple One, জেনে নিন কোন Electric Scooter টি আপনার জন্য বেস্ট চয়েস?

ইন্ডিয়াতে এখন একের পর এক Electric Scooter লঞ্চ হয়ে চলেছে। আবার কিছু ইভি স্কুটার মার্কেটে আগেই লঞ্চ হয়ে গেছে। লঞ্চ হয়ে যাওয়া Ola S1 ইলেকট্রিক স্কুটার এবং Simple One ইলেকট্রিক স্কুটারটিকেও ভারতীয় মার্কেটে অনেকেই পছন্দ করছে। যদি আপনার‌ও ইলেকট্রিক স্কুটা‌র কেনার ইচ্ছা হয়, কিন্তু এখানো কনফিউজ হয়ে আছেন যে কোন স্কুটারটি আপনার জন্য বেস্ট, সেই জন্য আজকে আমরা এই আর্টিকেলে‌র মাধ্যমে দুটি ভালঝ ফিচারের এবং পাওয়ার‌ফুল মোটর যুক্ত স্কুটারের কম্পেয়ার করতে চলেছি। এই কম্প‍্যারিজানের মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবে‌ন যে কোন স্কুটারটি আপনার জন্য বেস্ট।

আরও পড়ুন: আবার‌ও জ্বলে উঠলো Electric Scooter, দেখে নিন কতটা দাউ দাউ করে ধরেছে আগুন

Ola S1 Electric Scooter vs Simple One electric scooter:

লঞ্চ হ‌ওয়া এই দুটি স্কুটার‌ই একে অপরকে দাম এবং নতুন টেকনোলজি‌র সেগ্মেন্টে প্রতিযোগিতা করার জন্য প্রস্তুত। যেখানে ওলা S1 ইলেকট্রিক স্কুটার‌টি লঞ্চের সাথেই একটি অসাধারণ হাইপ তৈরি করতে সক্ষম হয়েছে। আবার অন‍্যত্র সিম্পেল এনার্জির এই স্কুটার‌টিও নতুন টেকনোলজি যুক্ত।

Ola S1 Electric Scooter vs Simple One electric scooter: প্রাইস

ওলা ইলেকট্রিক স্কুটার‌টিকে দুটি ভেরিয়েন্টে – এস1 এবং এস1 প্রো মডেলে লঞ্চ করা হয়েছে। ওলা এস1 এর দাম 1 লাখ টাকা, আবার এস1 প্রো এর দাম 1.29 লাখ টাকা (এক্স-শোরুম)। কিন্তু FAME II এবং দিল্লি সরকারের সাবসিডিতে Ola ই-স্কুটারের দাম অনেকটাই কমে গেছে। দিল্লিতে S1 এবং S1 Pro এর দাম যথাক্রমে 85,099 টাকা এবং 1,10,149 টাকা। এছাড়া সিম্পেল ওয়ান ইলেকট্রিক স্কুটারটি 1,09,999 টাকা (এক্স-শোরুম) দামে উপলব্ধ, এবং এই দামে এই স্কুটারটি S1 Pro এর তুলনায় অনেকটাই সস্তা। FAME II এবং সরকারের সাবসিডির সাথে এই ই-স্কুটারের দাম 1 লাখ টাকার থেকেও কম হয়ে যাবে।

আরও পড়ুন: Jio এবং Airtel এর প্ল‍্যানের দাম বাড়ানোর পরে দাম কমালো Netflix, একেই বলে সুযোগের সদ্ব্যবহার

Ola S1 Electric Scooter vs Simple One electric scooter: স্পীড

ইন্ডিয়ান মার্কেটে ইলেকট্রিক স্কুটারের জন্য লোকেদের মাঝে সবচেয়ে বড়ো চিন্তা থাকে স্পীড এবং পিক-আপের জন্য। কিন্তু Ola Scooter এবং Simple One Scooter এ গ্রাহকদের এই চিন্তার সম্মুখীন হতে হবে না। যদি কথা বলা হয় Ola Electric Scooter এর S-1 এর তাহলে কোম্পানি দাবি করে বলেছে যে এই গাড়িটি 0 থেকে 40 কিমির দ্রুততা মাত্র 3 সেকেন্ডে ধরে নেয়। ওলা এস1 গাড়িটিকে 115 কিমি প্রতি ঘন্টার টপ স্পীডে চালানো যাবে। আবার সিম্পেল ওয়ান স্কুটার‌টি 2.95 সেকেন্ডে 0 থেকে 40 কিমি/ঘন্টার স্পীড ধরতে সক্ষম। কোম্পানি জানিয়েছে যে এই গাড়িটির টপ স্পীড 105 কিলোমিটার প্রতিঘন্টা। এর সাথেই কোম্পানি দাবি করে বলেছে যছ এই গাড়িটি ফুল চার্জ হলে 240 কিমি পর্যন্ত রেঞ্জ প্রদান করবে। এইরকম হলে রেঞ্জের ক্ষেত্রে এই স্কুটার‌টি প্রথম হয়ে যাবে।

Ola S1 Electric Scooter vs Simple One electric scooter: রেঞ্জ

স্পীডের পরে এই দুটি ইলেকট্রিক স্কুটার লোকেদের দ্বিতীয় বড়ো চিন্তা রেঞ্জ, সেটিকে সরিয়ে দিতছ সক্ষম হয়েছে। এই দুটি স্কুটারে‌ই ফুল চার্জে লম্বা দূরত্ব অতিক্রম করা যাবে। Ola Scooter এর কথা বলা হলে এই গাড়ির S-1 মডেলটি ফুল চার্জে 121 KM, আবার Simple One স্কুটার ফুল চার্জে 236 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে।

আরও পড়ুন: 4G ডাউনলোড স্পীডে Jio এবং আপলোড স্পীডে বাজিমাত করল Vi, জেনে নিন অন‍্যান‍্য কোম্পানির অবস্থা

Ola S1 Electric Scooter vs Simple One electric scooter: ব‍্যাটারি এবং চার্জিং পাওয়ার

Ola S1 ইলেকট্রিক স্কুটারে 3.9 kWh লিথিয়াম-আয়‌ওন ব‍্যাটারি দেওয়া হয়েছে যা 11 bhp ইলেকট্রিক মোটরকে পাওয়ার সরবরাহ করে। এছাড়া স্কুটার‌টিতে তিনটি রাইডিং মোড, যথাক্রমে নর্মাল, স্পোর্ট এবং হাইপার মোড দেওয়া হয়েছে। নর্মাল চার্জারের মাধ্যমে ব‍্যাটারিটিকে 6 ঘন্টায় চার্জ করা যাবে। এছাড়া Simple One ইলেকট্রিক স্কুটারে 4.8 kWh লিথিয়াম-আয়‌ই ফিক্সড ব‍্যাটারি প‍্যাকের ব‍্যবহার করা হয়েছে, যার সাহায্যে ইলেকট্রিক স্কুটারটির মোটর 6 bhp এর ম‍্যাক্সিমাম পাওয়ার এবং 72 Nm এর পিক স্টার্ট জেনারেট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here