OnePlus লঞ্চ করবে Qualcomm এর সবচেয়ে শক্তিশালী চিপসেটযুক্ত স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Qualcomm কিছু দিন আগে Snapdragon 8 Gen 1 নামে তাদের সবচেয়ে শক্তিশালী চিপসেট লঞ্চ করেছে। কোয়ালকমের এই নতুন চিপসেটটি সবচেয়ে ছোট 4nm ফেব্রিকেশনে তৈরি প্রসেসরযুক্ত, ইন্টিগ্রেটেড 5G মোডেম ও আগের চেয়ে অ্যাডভান্স গ্ৰাফিক্স পারফরম্যান্সের সঙ্গে পেশ করা হয়েছে। এই চিপসেটে দুর্দান্ত গেমিং পারফরম‍্যান্সের পাশাপাশি হাই স্পীড 5G নেটওয়ার্ক ও অসাধারণ ক‍্যামেরা ফিচার পাওয়া যাবে। Qualcomm এর Snapdragon 8 Gen 1 চিপসেট লঞ্চ হ‌ওয়া মাত্র বিভিন্ন স্মার্টফোন কোম্পানি এই চিপসেটযুক্ত তাদের আপকামিং স্মার্টফোন টীজ করা শুরু করে দিয়েছে। Xiaomi, Realme ও Oppo এর পর এবার OnePlus কোম্পানিও এই চিপসেটের সঙ্গে তাদের ফোন লঞ্চের কথা ঘোষণা করেছে। কোম্পানি জানিয়ে দিয়েছে তাদের OnePlus 10 series এর স্মার্টফোনে Snapdragon 8 Gen 1 চিপসেট ব‍্যবহার করা হবে। আগামী বছর মার্চ অথবা এপ্রিল মাসে OnePlus 10 Pro স্মার্টফোনে এই চিপসেট দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

OnePlus 10 Pro এর স্পেসিফিকেশন

কোম্পানির আগামী OnePlus 10 Pro তে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.7-इंच Quad HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। আগেই বলা হয়েছে এই ফোনে Qualcomm Snapdragon 8 Gen 1 চিপসেট থাকবে। কোম্পানি তাদের এই আগামী ফোনে 12GB পর্যন্ত র‍্যাম ও 256GB স্টোরেজ যোগ করবে। এছাড়াও এতে ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব‍্যাটারি থাকবে। এই ফোনটি IP68 রেটিং সহ লঞ্চ করা হবে।

এই ফোনে ফোটোগ্রাফির জন্য 48MP প্রাইমারি ক‍্যামেরার সঙ্গে 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 8MP টেলিফোটো লেন্স যোগ করা হতে পারে। এক‌ইভাবে সেলফির জন্য এতে 32MP ফ্রন্ট ক‍্যামেরা থাকবে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে রেক্ট‍্যাঙ্গুলার শেপের রেয়ার ক‍্যামেরা মডিউল দেওয়া হবে। কোম্পানির এই আপকামিং ফ্ল‍্যাগশিপ ফোনে Hasselblad কোম্পানির ক‍্যামেরা সেন্সর ব‍্যবহার করা হবে। মনে করিয়ে দিই, এর আগে কোম্পানির OnePlus 9 সিরিজের ক্ষেত্রেও Hasselblad কোম্পানির ক‍্যামেরা সেন্সর দেখা গেছে। এছাড়া ফোনটির ডানদিকের প‍্যানেলে অ্যালার্ট স্লাইডার ও পাওয়ার বাটন থাকবে এবং বাঁদিকের প‍্যানেলে ভলিউম বাটন দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here