গত পরশু ওয়ানপ্লাসেয ফ্লৎআগশিপ কিলার স্মার্টফোন ওয়ানপ্লাস 6 আন্তর্জাতিক বাজারে ও গতকাল ভারতে লঞ্চ হয়। ফোনটি 34,999 টাকার বিনিময়ে আমাজন ইন্ডিয়ায় এক্সক্লুসিভ সেলে পাওয়া যাবে।
ওয়ানপ্লাসের তরফ থেকে ওয়ানপ্লাস 6কে ভারতে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। একটি 6 জিবি র্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরির সঙ্গে, এর দাম 34,999 টাকা। অপরটি 8 জিবি র্যাম ও 128 জিবি মেমরির সঙ্গে যার দাম 39,999 টাকা। এর সাথেই ফোনটির স্পেশাল মারবেল অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার এডিশন লঞ্চ করা হয়েছে। এতে 8 জিবি র্যাম ও 256 জিবি মেমরি আছে। এই এডিশনটির দাম 44,999 টাকা।
ওয়ানপ্লাস 6এ 19:9 আসপেক্ট রেশিওসহনচ ডিসপ্লে আছে। ফোনে 2280 × 1080 পিক্সেল রেজলিউশনওয়ালা 6.28 ইঞ্চির কোর্নিঙ্গ গোরিলা গ্লাস প্রোটেক্টেড এমোলেড স্ক্রিন আছে।
ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে অক্সিজেন ওএস 5.1 দিয়ে পেশ করা হয়েছে যা পরে অ্যান্ড্রয়েড পিতে আপডেট করা যাবে। এতে 2.8 গিগাহার্টসের ক্লক স্পীডওয়ালা অক্টাকোর প্রসেসর ও কোয়ালকম স্ন্যাপড্রাগন 846 চিপসেটে রান করে। গ্রাফিক্সের জন্য আছে এড্রিনো 630 জিপিইউ।
ওয়ানপ্লাস 6এ ফোটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এলইডি ফ্ল্যাশসহ 20 মেগাপিক্সেলের সোনি আইএমএক্স 376 সেন্সর ও 16 মেগাপিক্সেলের সোনি আইএমএক্স 519 সেন্সর আছে। সেষফির জন্য 16 মেগাপিক্সেলের সোনি আইএমএক্স 371 সেন্সরের ফ্রন্ট ক্যামেরা আছে।
মোটো জি6 এবং মোটো জি6 প্লে খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে, অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড হয়েছে
ওয়ানপ্লাস 6 4জি ভোনটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। ফোনে সব রকম বেসিক কানেক্টিভিটি ফিচার আছে। ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার আছে। এই ফোনটিতে টাইপ সি চার্জারসহ ডেথ চার্জিং সাপোর্টেড 3,300 এমএএইচ ব্যাটারী আছে।
ওয়ানপ্লাস 6এর 6 জিবি র্যাম/64 জিবি মেমরি ও 8 জিবি র্যাম/128 জিবি মেমরির ভেরিয়েন্ট দুটি 22শে মে থেকে পাওয়া যাবে। 8 জিবি র্যাম/256 জিবি মেমরির স্পেশাল এডিশনটি 29শে মের পর পাওয়া যাবে। ওয়ানপ্লাস 6 মিরর ব্ল্যাক, মিডনাইট ব্ল্যাক ও সিল্ক হোয়াইট রঙে পাওয়া যাবে।