আগামী 14 জানুয়ারি ভারতে আসতে চলেছে OnePlus 9RT 5G, ফোনটি কি মার্কেটে নতুন ফ্ল‍্যাগশিপ কিলার হয়ে উঠতে পারবে?

OnePlus কোম্পানি 2021 এর অক্টোবর মাসে নিজের হোম মার্কেট চিনে OnePlus 9 series এ OnePlus 9RT 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। Qualcomm Snapdragon 888 চিপসেট, 12GB RAM, 120Hz OLED ডিসপ্লে, 50MP Camera এবং 65W ফাস্ট চার্জিং যুক্ত এই মোবাইল ফোনটি‌র অপেক্ষা বহু মাস ধরেই ভারতে করা হচ্ছিল। ওয়ানপ্লাস এই অপেক্ষা‌র অবসান করে আজকে অ্যানাউন্স করলো যে আগামী 14 জানুয়ারি OnePlus 9RT 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। ওয়ানপ্লাস 9আরটি 5জি সহ OnePlus Buds Z2 ইয়ারবাডস‌ও এই দিন‌ই ভারতে লঞ্চ করা হবে।

আরও পড়ুন: iQOO 9 এবং iQOO 9 Pro স্মার্টফোনে‌র লঞ্চিঙের আগেই লিক হয়ে গেল ক‍্যামেরা স্পেসিফিকেশন্স

OnePlus 9RT 5G India Launch

ওয়ানপ্লাস ইন্ডিয়া অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে কোম্পানি আগামী 14 জানুয়ারি ইন্ডিয়াতে একটি ভার্চুয়াল ইভেন্টে‌র আয়োজন করবে এবং এই ইভেন্টে‌র মঞ্চে‌ই OnePlus 9RT আর OnePlus Buds Z2 ইয়ারবাডসকে ভারতীয় বাজারে পেশ করা হবে। এই ইভেন্টটি 14 জানুয়ারি বিকেল 5 টায় আয়োজিত হবে, যা কোম্পানির আধিকারিক ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্ম সহ ইউটিউবে‌ও দেখানো হবে। কোম্পানি শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে ওয়ানপ্লাস 9আরটি স্মার্টফোনে‌র প্রোডাক্ট পেজ লাইভ করে দিয়েছে।

OnePlus 9RT এর স্পেসিফিকেশন্স

ওয়ানপ্লাস 9আরটি স্মার্টফোনে 6.62-ইঞ্চির 120Hz রিফ্রেশরেট যুক্ত E4 OLED ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে। অ্যান্ড্রয়েড 12 আধারিত কালার‌ওএস 12 সহ এই স্মার্টফোনটি কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটে রান করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,500 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে এবং এই ফোনটি 65 ওয়াটের ওয়ার্প চার্জ টেকনোলজি সাপোর্ট করে।

আরও পড়ুন: Airtel ইউজারদের জন্য প্রয়োজনীয় তথ্য, মূহুর্তে‌র মধ্যে চেক করতে পারবেন ডেটা ব‍্যালেন্স, ভ‍্যালিডিটি এবং টকটাইম

OnePlus 9RT 5G স্মার্টফোনটি ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। এই সেট‌আপে‌র প্রাইমারি ক‍্যামেরাটি 50MP Sony IMX766 সেন্সর এবং এই ক‍্যামেরাটি OIS আর EIS সাপোর্ট করে। এর সাথেই এই ফোনে 16MP এর ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে‌র ফ্রন্টে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

OnePlus 9RT 5G India Price

কিছুদিন আগে একজন টিপস্টার OnePlus 9RT স্মার্টফোনে‌র ভারতীয় দাম সম্পর্কে জানিয়েছিল যে ওয়ানপ্লাসের এই ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনটিকে ইন্ডিয়াতে 40,000 টাকা বাজেটে লঞ্চ করা হবে এবং এই ফোনটির দাম 40,000 টাকা থেকে 44,000 টাকার মাঝেই হবে। ফোনের প্রাইস সম্পর্কে তথ্য দেওয়ার সময় যোগেশ বরার নামক টিপস্টার জানিয়েছেন যে ওয়ানপ্লাস 9আরটি স্মার্টফোনটিকে ভারতে সেই দামেই পেশ করা হবে যে দামে OnePlus 8T স্মার্টফোনটি‌কে লঞ্চ করা হয়েছিল। 91মোবাইল্স এই প্রাইসের সম্পর্কে নিশ্চিতকরন করেনি এবং স্মার্টফোনে‌র সঠিক দাম জন্য লঞ্চের অপেক্ষা করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here