Home খবর লঞ্চ হওয়ার আগেই গীকবেঞ্চে লিস্টেড হল OnePlus Nord CE 4 ফোনের শক্তিশালী স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

লঞ্চ হওয়ার আগেই গীকবেঞ্চে লিস্টেড হল OnePlus Nord CE 4 ফোনের শক্তিশালী স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

কিছুদিন আগেই ওয়ানপ্লাস তাদের Nord CE সিরিজের নতুন স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চের কথা ঘোষণা করেছে। এই ফোনটি 1 এপ্রিল OnePlus Nord CE 4 নামে পেশ করা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে এই ফোনের কিছু স্পেসিফিকেশন সম্পর্কে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এবার বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে এই ফোনটি গুরুত্বপূর্ণ ফিচার সহ স্পট করা হয়েছে। এই একই ফিচার সহ ফোনটি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

OnePlus Nord CE 4 ফোনের গীকবেঞ্চ লিস্টিং

OnePlus Nord CE 4 ডিটেইলস (কনফার্ম)