লঞ্চ হওয়ার আগেই গীকবেঞ্চে লিস্টেড হল OnePlus Nord CE 4 ফোনের শক্তিশালী স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

কিছুদিন আগেই ওয়ানপ্লাস তাদের Nord CE সিরিজের নতুন স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চের কথা ঘোষণা করেছে। এই ফোনটি 1 এপ্রিল OnePlus Nord CE 4 নামে পেশ করা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে এই ফোনের কিছু স্পেসিফিকেশন সম্পর্কে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এবার বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে এই ফোনটি গুরুত্বপূর্ণ ফিচার সহ স্পট করা হয়েছে। এই একই ফিচার সহ ফোনটি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

OnePlus Nord CE 4 ফোনের গীকবেঞ্চ লিস্টিং

  • গীকবেঞ্চে ডেটাবেসে OnePlus Nord CE 4 ফোনটির CPH2613 মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • লিস্টিং অনুযায়ী স্মার্টফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 1,135 পয়েন্ট এবং মাল্টিকোর টেস্টে 3,037 স্কোর পেয়েছে।
  • ডেটাবেস থেকে পাওয়া ডিটেইল অনুযায়ী এই নতুন স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট দেওয়া হবে।
  • এই চিপসেটের ক্লক স্পীড 2.63GHz হবে এবং এতে গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো 720 GPU যোগ করা হবে।
  • লিস্টিং ইমেজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 7.09GB অর্থাৎ 8GB RAM দেওয়া হবে।
  • আপকামিং নতুন ওয়ানপ্লাস ফোনটি OxygenOS এবং অ্যান্ড্রয়েড 14 সহ পেশ করা হবে।

OnePlus Nord CE 4 ডিটেইলস (কনফার্ম)

  • ভারতে 1 এপ্রিল OnePlus Nord CE 4 5জি ফোনটি লঞ্চ করা হবে। এর আগেই কোম্পানি আমাজনের মাইক্রো সাইটে লাইভ করে দিয়েছে।
  • এই ফোনটি 256GB UFS 3.1 স্টোরেজ এবং 1TB পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ সহ পেশ করা হবে বলে কনফার্ম করা হয়েছে। এই ফোনটিতে 8GB ভার্চুয়াল RAM সাপোর্ট করবে।
  • OnePlus Nord CE 4 5G ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 3 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে।
  • ফোনটির মাইক্রো সাইটের মাধ্যমে ডিজাইন প্রকাশ্যে এসেছে। ইমেজে দেখা গেছে ফোনটিতে ফ্ল্যাশ লাইট সহ ডুয়াল ভার্টিক্যাল ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে।
  • ফোনটির টপ প্যানেলে একটি মাইক্রোফোন এবং আইআর ব্লাস্টার থাকবে। একইভাবে পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটন ফোনের ডানদিকের প্যানেলে অবস্থিত হবে।
  • এই ফোনটি স্কাই ব্লু এবং ডার্ক গ্রে কালারে সেল করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here