108MP ক্যামেরা সহ লঞ্চ হল OnePlus Nord N30 5G ফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • এই ফোনটি আমেরিকায় লঞ্চ হয়েছে।
  • এই ফোনটি Nord CE 3 Lite এর রিব্র্যান্ডেড ভার্সন।
  • ভারতে Nord CE 3i Lite ফোনটির দাম 19,999 টাকা।

OnePlus আন্তর্জাতিক মার্কেটে তাদের আরেকটি নতুন মোবাইল OnePlus Nord N30 5G লঞ্চ করেছে। এই ডিভাইসটি আমেরিকার মার্কেটে লঞ্চ করা হয়েছে যা মিড-বাজেট সেগমেন্টে প্রবেশ করেছে। এই Nord N30 5-এর ডিজাইন এবং স্পেসিফিকেশনগুলি ভারতে সেল হওয়া OnePlus Nord CE 3 Lite-এর মতো। এই পোস্টে আপনাদের এই ফোনের ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: 6 মাসের জন্য ফ্রি পাবেন JioCinema Premium সাবস্ক্রিপশন! জেনে নিন ডিটেইলস

OnePlus Nord N30 5G ফোনের দাম

Nord N30 5G ফোনটি আমেরিকান মার্কেটে সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে যা 8GB RAM সহ 256GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনের দাম $299.99, যা ভারতীয় মূল্য অনুযায়ী 24,800 টাকা। ভারতে Nord CE 3 Lite 5G ফোনটির প্রারম্ভিক দাম 19,999 টাকা।

OnePlus Nord N30 5G ফোনের স্পেসিফিকেশন

  • 6.72″ FHD+ 120Hz ডিসপ্লে
  • Qualcomm Snapdragon 695
  • 8GB ভার্চুয়াল RAM
  • 108MP রেয়ার ক্যামেরা
  • 67W 5,000mAh ব্যাটারি

স্ক্রিন: OnePlus Nord N30 5G ফোনটি 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.72-ইঞ্চি Full HD + পাঞ্চ-হোল ডিসপ্লে সাপোর্ট করে। এই স্ক্রিনটি LCD প্যানেলে নির্মিত যা 120Hz রিফ্রেশরেটে কাজ করে। আরও পড়ুন: জেনে নিন Jio এবং Airtel থেকে ভিডিও কল করার সহজ পদ্ধতি

প্রসেসর: এই ফোনটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Qualcomm Snapdragon 695 চিপসেটে লঞ্চ করা হয়েছে। Nord N30 5G ফোনটি 8GB ভার্চুয়াল র‍্যাম প্যাক সাপোর্ট করে যা ইন্টারনাল 8GB ফিজিক্যাল র‍্যামের সাথে যুক্ত হয়ে 16GB পর্যন্ত RAM সাপোর্ট করে।

ক্যামেরা: এই ফোনের ব্যাক প্যানেলে 108 মেগাপিক্সেল Samsung HM6 সেন্সর দেওয়া হয়েছে যা 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সাপোর্ট করে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে একটি 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আরও পড়ুন: মাত্র 49 টাকার সাশ্রয়ী রিচার্জ প্ল্যান নিয়ে এল Airtel, পাবেন এইসব সুবিধা

ব্যাটারি: OnePlus Nord N30 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটিতে 67Wu SuperVOOC ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি: এই ফোনে ডুয়াল সিম 5G সহ Wi Fi, Bluetooth 5.3, USB-C পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের মতো ফিচারগুলি রয়েছে। আরও পড়ুন: লঞ্চ হল Apple এর নতুন MacBook Air, Mac Studio, Mac Pro, জেনে নিন দাম এবং ফিচার

সেন্সর: সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই OnePlus মোবাইলটিতে ফেস আনলক ফিচার সাপোর্টও রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here