Xiaomi এরপরে এখন OPPO দিল বড়ো ঝাটকা, একসাথে বাড়িয়ে দিল 5টি স্মার্টফোনের দাম

কিছুদিন আগে Xiaomi এর উপরে প্রশ্ন উঠেছিল যে কোম্পানি নিজের স্মার্টফোনের দাম ক্রমশই বদলে যাচ্ছে। শাওমি মোবাইলের দাম আগে কমানো হলো আর এখন ফোনের দাম বাড়িয়ে দেওয়া হলো। আবার এখন অন্য একটি চিনি কোম্পানি OPPO সম্পর্কে এরকম খবর সামনে এসেছে যা ওপ্পো ফ‍্যানদের আর স্মার্টফোন ইউজার্সদের পছন্দ হবে না। OPPO কোম্পানি একসাথে 5 টি ওপ্পো ফোনের দাম বাড়িয়েছে আর আজকে থেকেই মোবাইল ফোন গুলিকে বাড়তি দামের সাথে বিক্রির জন্য উপলব্ধ করা হয়েছে।

এই OPPO Phones এর দাম বেড়েছে

OPPO A11K

লো বাজেট থেকে শুরু করলে নিজের সস্তা মোবাইল ফোন ওপ্পো এ11কে এর দামে 500 টাকার বৃদ্ধি করেছে। এই মোবাইল ফোনটি আগে 8,490 টাকা দামে বিক্রি হতো কিন্তু আজকে থেকে এই ফোনটি কেনার জন্য 8,990 টাকা দিতে হবে।

OPPO A15

‘এ’ সিরিজের‌ই ওপ্পো এ15 স্মার্টফোনের দাম‌ও কোম্পানির পক্ষ থেকে 500 টাকা বাড়ানো হয়েছে। এই দাম বৃদ্ধির পরে ওপ্পো ফোনের 2GB RAM ভেরিয়েন্টের দাম বেড়ে 9,490 টাকা হয়ে গেছে এবং 3GB RAM ভেরিয়েন্টের দাম 9,990 টাকার বদলে 10,490 টাকা হয়ে গেছে।

OPPO A15s

ওপ্পো এ15এস এর দামেও কোম্পানির পক্ষ থেকে 1,000 টাকা বাড়ানো হয়েছে। কোম্পানি এই ফোনের 4GB RAM + 64GB Storage ভেরিয়েন্টের দাম বাড়িয়ে দিয়েছে যার পরে ফোনের দাম 12,490 টাকা হয়ে গেছে। এই ওপ্পো ফোন ভেরিয়েন্ট‌টি আগে 11,490 টাকায় সেলের জন্য উপলব্ধ ছিল।

OPPO A53s

এইভাবেই ওপ্পো নিজের শক্তিশালী ওপ্পো এ53এস এর দাম‌ও বাড়িয়েছে। ওপ্পো ইন্ডিয়া OPPO A53s স্মার্টফোনের 8GB RAM + 128GB Storage ভেরিয়েন্টের দাম 16,990 টাকা থেকে বাড়িয়ে 17,990 টাকা করে দিয়েছে আর আজকে থেকে এই ফোনটি নতুন দামেই কেনা যাবে।

OPPO F19

ওপ্পো ‘এ’ সিরিজের মতোই কোম্পানি নিজের ‘এফ’ সিরিজের শক্তিশালী স্মার্টফোন ওপ্পো এফ19 এর দামেও বৃদ্ধি করেছে। এই ওপ্পো ফোনের 6GB RAM ভেরিয়েন্ট আগে 17,990 টাকায় সেলের জন্য উপলব্ধ ছিদ কিন্তু আজকে থেকে এই ফোনের জন্য 1,000 টাকা বেশি দিতে হবে। আজ অর্থাৎ 1 জুলাই থেকে এই ফোনেথ দাম বেড়ে 18,990 টাকা হয়ে গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here