4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও ওয়াটারড্রপ নচের সঙ্গে লঞ্চ হল Oppo Ak, দাম মাত্র 8,490 টাকা

91মোবাইলস প্রায় তিন সপ্তাহ আগে একটি এক্সক্লুসিভ খবর দিয়েছিল, যেখানে বলা হয় ওপ্পো একটি নতুন সস্তা ফোনের ওপর কাজ করছে যা Oppo A1k নামে লঞ্চ করা হবে। ফোনটি সম্পর্কে কিছু তথ্য দেওয়ার সঙ্গে আমাদের পক্ষ থেকে আরও বলা হয় এতে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী থাকবে। আজ এই ফোনটির পর্দা উম্মোচন করে কোম্পানি ভারতে Oppo A1k ফোনটি লঞ্চ করে দিয়েছে। Oppo A1k মাত্র 8,490 টাকা দামে লঞ্চ করা হয়েছে, যা অনলাইন প্ল‍্যাটফর্মের সঙ্গে সঙ্গে অফলাইন রিটেইল স্টোর থেকেও কেনা যাবে।

শাওমি আনতে চলেছে পপ-আপ সেলফি ক‍্যামেরাওয়ালা দুর্দান্ত স্মার্টফোন, পিছিয়ে পড়বে ওপ্পো ও ভিভো

লুক
Oppo A1k কোম্পানির পক্ষ থেকে “ইউ” শেপের ডিউড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে হালকা বডি পার্ট আছে। এই ডিউড্রপ নচেই সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং এর ডানদিকে ফ্ল‍্যাশ লাইট আছে। প্রসঙ্গত Oppo A1k তে কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি। এই ফোনের বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন অবস্থিত। নিচের প‍্যানেলে ইউএসবি পোর্টের সঙ্গে 3.5 এম‌এম অডিও জ‍্যাক আছে।

স্পেসিফিকেশন
Oppo A1k ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যার স্ক্রিন টু বডি রেশিও 87.43 শতাংশ। এই ফোনে 6.1 ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে যা কর্নিং গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড। Oppo A1k অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6 সহ পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক 6762 চিপসেটে রান করে।

32 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরাওয়ালা Redmi Y3 এর প্রথম সেল আজ, জেনে নিন কিভাবে কিনবেন

কোম্পানির তরফ থেকে ফোনটির একটি ভেরিয়েন্ট‌ই লঞ্চ করা হয়েছে যা 2 জিবি র‍্যামযুক্ত। এই ফোনে 32 জিবি মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। ফোটোগ্ৰাফির জন্য Oppo A1k তে সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 8 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর আছে। সেলফির জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

Oppo A1k একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের বদলে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে কোম্পানি 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দিয়েছে। ওপ্পোর এই লেটেস্ট ফোনটি রেড ও ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

ডুয়েল ক‍্যামেরা ও বড় ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হবে ভিভোর নতুন স্মার্টফোন, লিস্টেড হল টেনাতে

Oppo A1k এর ভারতে লঞ্চের ব‍্যাপারে ওপ্পো ইন্ডিয়ার সিইও ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট চার্লস উং বলেছেন, “ওপ্পো তার গ্ৰাহকদের ইনোভেটিভ ও কনজিউমার সেন্ট্রিক প্রোডাক্ট দিতে প্রতিজ্ঞাবদ্ধ। Oppo A1k এর হাত ধরে কোম্পানি মার্কেটে লিড করা সমস্ত স্পেসিফিকেশন যেমন দীর্ঘ ব‍্যাটারী লাইফ, সুন্দর ডিজাইন, ওয়াটারড্রপ নচ ও পাওয়ারফুল পারফরম্যান্স অত্যন্ত কম দামে ইন্ডিয়ান স্মার্টফোন ইউজারদের উপহার দিতে চলেছে।”

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here