Exclusive : 12,990 টাকা দামে বিক্রি হবে 4,230 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত Oppo A5S এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট

ওপ্পো এপ্রিল মাসে ভারতে তাদের এ সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে Oppo A1k ও Oppo A5S স্মার্টফোন লঞ্চ করে। Oppo A5S ফোনটি কোম্পানির পক্ষ থেকে 2 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি, 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি এবং 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরিযুক্ত তিনটি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়। এই ফোনটি সুন্দর লুকের সঙ্গে দুর্দান্ত স্পেসিফিকেশনযুক্ত। লঞ্চের সময় থেকে Oppo A5S এর 2 জিবি ও 3 জিবি র‍্যাম ভেরিয়েন্ট সেল করা হলেও ফোনটির 4 জিবি র‍্যাম ভেরিয়েন্টটি কোম্পানি বাজারে আনেনি। কিন্তু আমরা Oppo A5S এর সবচেয়ে বড়ো ভেরিয়েন্টের দামের সঙ্গে সঙ্গে এর সেল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি।

5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 32 মেগাপিক্সেল ইন ডিসপ্লে ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Vivo Z1 Pro

আমরা খবর পেয়েছি যে কোম্পানি এবার Oppo A5S ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের সেল শুরু করতে চলেছে। ওপ্পো ফোনের এই নতুন ভেরিয়েন্ট আগামী কিছু দিনের মধ্যেই ভারতীয় বাজারে সেল করা শুরু হয়ে যাবে। কোম্পানির পক্ষ থেকে Oppo A5S এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 12,990 টাকার বিনিময়ে বেচা হবে। ফোনটি অনলাইন শপিং সাইটের সঙ্গে সঙ্গে অফলাইন রিটেইল স্টোরেও সেল করা হবে।

দাম
ওপ্পো এ সিরিজে লঞ্চ করা এই দুর্দান্ত ফোনটির 2 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 8,990 টাকার বিনিময়ে কেনা যায়। ফোনটির 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম কোম্পানি 9,990 টাকা রেখেছে। Oppo A5S এর সবচেয়ে বড়ো ও সবচেয়ে নতুন ভেরিয়েন্ট 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরির সঙ্গে 12,990 টাকা দামে বেচা হবে। প্রসঙ্গত Oppo A5S এর বর্তমান ভেরিয়েন্ট রেড ও ব্ল‍্যাক কারার ভেরিয়েন্টে বেচা হয়। তবে ফোনটির নতুন ভেরিয়েন্ট গ্ৰিন ও গোল্ড কালার ভেরিয়েন্টেও বেচার সম্ভাবনা আছে।

Xiaomi এর এই এগারোটি স্মার্টফোন আপডেট হবে Android Q তে, জেনে নিন আপনার ফোন এই লিস্টে আছে কি না

ডিজাইন
Oppo A5S ফোনটি কোম্পানির পক্ষ থেকে বেজল লেস ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ওপরের দিকে ইউ শেপের ছোট নচ দেওয়া হয়েছে। ফোনটির তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে হালকা বডি পার্ট দেওয়া হয়েছে। Oppo A5S এর ব‍্যাক প‍্যানেলে ওপরের দিকে বাঁদিক ঘেঁষে হরাইজন্টাল শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবস্থিত।

স্পেসিফিকেশন
Oppo A5S ফোনটিতে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত ওয়াটারড্রপ নচ ডিসপ্লে আছে যা 6.2 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে এতে অ্যান্ড্রয়েড 8.1 অরিওযুক্ত কালার ওএস 5.2 দেওয়া হয়েছে যা মিডিয়াটেক হেলিও পি35 চিপসেটে রান করে। ফোনটির তিনটি ভেরিয়েন্টের স্টোরেজ‌ই মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

BSNL পেশ করলো 168 টাকার নতুন প্ল‍্যান, 90 দিনের ভ‍্যালিডিটির সঙ্গে পাওয়া যাবে অজস্র সুবিধা

ফোটোগ্ৰাফির জন্য Oppo A5S এর ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে 8 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা আছে। ডুয়েল সিম ও 4জি এলটিইর সঙ্গে এতে সিকিউরিটির জন্য রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Oppo A5S এ 4,230 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here