5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 32 মেগাপিক্সেল ইন ডিসপ্লে ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Vivo Z1 Pro

ভিভো ভারতে তাদের জেড স্মার্টফোন সিরিজের ফোনের সংখ্যা বাড়াতে চলেছে। কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মে Vivo Z1 Pro টিজ করা শুরু করে দিয়েছে। ভিভোর পক্ষ থেকে এখনও পর্যন্ত Vivo Z1 Pro এর লঞ্চ ডেট জানানো হয়নি কিন্তু শোনা যাচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহে ফোনটি লঞ্চ করা হবে। এতদিন Vivo Z1 Pro ফোনটিকে চীনে লঞ্চ করা Vivo Z5s ফোনটির ভারতীয় ভার্সন মনে করা হচ্ছিল, কিন্তু কোম্পানি Vivo Z1 Pro এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করার সঙ্গে সঙ্গে আরও ঘোষণা করে ভারতে লঞ্চ হতে চলা জেড সিরিজের এই আগামী স্মার্টফোনটি চীনে লঞ্চ করা ফোনের থেকেও যথেষ্ট অ্যাডভান্স ও পাওয়ারফুল হবে।

Xiaomi এর এই এগারোটি স্মার্টফোন আপডেট হবে Android Q তে, জেনে নিন আপনার ফোন এই লিস্টে আছে কি না

ভিভো ইন্ডিয়া তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মে Vivo Z1 Pro এর ফোটোর সঙ্গে সঙ্গে ফোনটির ক‍্যামেরা সেগমেন্টে, ব‍্যাটারী ও চিপসেট সম্পর্কে তথ্য শেয়ার করেছে। Vivo Z1 Pro শুধুমাত্র ভারতে লঞ্চ হতে চলা প্রথম ইন ডিসপ্লে ফোন হবে না বরং এই স্মার্টফোনটি ভারতীয় স্মার্টফোন বাজারে লঞ্চ হতে চলা প্রথম স্মার্টফোন হবে যা কোয়ালকম 700 সিরিজের স্ন‍্যাপড্রাগন 712 AIE চিপসেট দেওয়া হবে।

5,000 এম‌এএইচ ব‍্যাটারী
Vivo Z1 Pro এর কয়েকটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানানোর সময় কোম্পানি আরও বলেছে তাদের জেড সিরিজের এই আগামী স্মার্টফোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 712 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে। Vivo Z1 Pro এর শক্তিশালী ব‍্যাটারী সম্পর্কে বলার সময় কোম্পানি বলেছে এতে 5,000 এম‌এএইচের বড়ো ব‍্যাটারী দেওয়া হবে। এই ব‍্যাটারী 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার‌ও সাপোর্ট করবে।

BSNL পেশ করলো 168 টাকার নতুন প্ল‍্যান, 90 দিনের ভ‍্যালিডিটির সঙ্গে পাওয়া যাবে অজস্র সুবিধা

32 মেগাপিক্সেল ইন ডিসপ্লে ক‍্যামেরা
Vivo Z1 Pro এর স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য দেওয়ার সময় কোম্পানি এই ফোনের ক‍্যামেরা সেট‌আপ সম্পর্কেও জানিয়েছে। ভারতে লঞ্চ হতে চলা এটি প্রথম স্মার্টফোন হবে যা ইন ডিসপ্লে ক‍্যামেরা সাপোর্ট করবে। ফোনটির ডিসপ্লের মাঝে দেওয়া হোলে সেলফি ক‍্যামেরা দেওয়া হবে। Vivo Z1 Pro ভারতে 32 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ করা হবে। ফোটোগ্ৰাফির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে তিনটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে।

লুক
Vivo Z1 Pro বিভোর প্রথম স্মার্টফোন হতে চলেছে যা পাঞ্চ হোল ডিসপ্লে সাপোর্ট করবে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে যার তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে অল্প বডি পার্ট আছে| ডিসপ্লের ওপর বাঁদিকে ছেদ দেওয়া হয়েছে এবং এই ছেদের মধ্যেই সেলফি ক্যামেরা অবস্থিত| এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া আছে যা ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে ভার্টিক্যাল শেপে অবস্থিত| এই ক্যামেরা সেটাপে ফ্ল্যাশ লাইটও আছে| সিকিউরিটির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে| ফোনের ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন ও ভলিউম রসিকের বাটন দেওয়া হয়েছে|

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here