ভারতে লঞ্চ হল OPPO F21s Pro 5G এবং 4G স্মার্টফোন, জেনে নিন ফিচার, স্পেসিফিকেশন এবং দাম

চাইনিজ টেক কোম্পানি ওপ্পো আজ ভারতের মার্কেটে তাদের লেটেস্ট OPPO F21s Pro series পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে F21s Pro 4G এবং F21s Pro 4G নামের দুটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। স্টাইলিশ লুক এবং অসাধারণ ফিচারযুক্ত এই ফোনদুটি মিড বাজেট ক‍্যাটাগরির OnePlus, Samsung ও Vivo থেকে শুরু করে Realme এবং iQOO এর ফোনগুলিকে পর্যন্ত টেক্কা দিতে স‍‌ক্ষম। এই পোস্টে আমরা F21s Pro 4G এবং F21s Pro 4G এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

OPPO F21s Pro 5G এর দাম

কোম্পানির লেটেস্ট OPPO F21s Pro 5G ফোনটি ভারতে 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই ফোনটির দাম রাখা হয়েছে 25,999 টাকা। আগামী 19 সেপ্টেম্বর থেকে ফোনটির সেল শুরু হবে। OPPO F21s Pro 5G ফোনটি Starlight Black ও Dawnlight Gold কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

OPPO F21s Pro 4G এর দাম

কোম্পানি তাদের OPPO F21s Pro 4G ফোনটিতে 8GB RAM ও 128GB Storage যোগ করেছে এবং এই ফোনটির দাম রাখা হয়েছে 22,999 টাকা। এই ফোনটিও আগামী 19 সেপ্টেম্বর থেকে Starlight Black এবং Dawnlight Gold কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

OPPO F21s Pro 5G এর স্পেসিফিকেশন

OPPO F21s Pro 5G ফোনটি 2400 x 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.43 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ডিসপ্লে এমোলেড প‍্যানেল দিয়ে তৈরি এবং এর ওপরের বাঁদিকের কোণায় সেলফি ক‍্যামেরা সেন্সরযুক্ত পাঞ্চ হোল কাট‌আউট রয়েছে। এই ফোনের স্ক্রিনের তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে কিছুটা চিন পার্ট রয়েছে।

OPPO F21s Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা কালার ওএস 12.1 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরসহ কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 695 চিপসেট রয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 4,500 এম‌এএইচ ব‍্যাটারি যোগ করা হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য OPPO F21s Pro 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের মোনো লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা রয়েছে।

OPPO F21s Pro 4G এর স্পেসিফিকেশন

OPPO F21s Pro 4G ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 680 চিপসেটে রান করে। এর সঙ্গে 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর এবং অ্যাড্রিনো 610 জিপিইউ আছে। এই ফোনটির লুক, ডিজাইন, ডিসপ্লে থেকে শুরু করে ক‍্যামেরা এবং ব‍্যাটারি পর্যন্ত এর 5জি ভেরিয়েন্টের মতোই। পার্থক্য শুধু রয়েছে 4জি এবং 5জি সাপোর্টের ক্ষেত্রে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here