64 মেগাপিক্সেলের ক‍্যামেরা, 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরিসহ লঞ্চ হল OPPO Reno 3 Pro, জেনে নিন দাম

আজ ভারতীয় বাজারে OPPO Reno 3 Pro লঞ্চ করে দেওয়া হয়েছে। বেশ কিছু দিন আগে চীনে এই ফোনটি লঞ্চ করা হয়েছিল। কিন্তু স্পেসিফিকেশন ও লুকের দিক থেকে ভারতে লঞ্চ করা মডেলটি চীনের ভেরিয়েন্টের তুলনায় যথেষ্ট আলাদা। লঞ্চের আগেই অবশ‍্য কোম্পানি ফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে দিয়েছিল। এবার ফোনটি অফিসিয়ালি লঞ্চ হ‌ওয়ার ফলে অন‍্যান‍্য স্পেসিফিকেশন ও দাম সম্পর্কেও জানা গেছে।

আরও পড়ুন: লঞ্চ হল Vivo Z6 5G, এতে আছে 5000 এম‌এএইচ ব‍্যাটারী, 8 জিবি র‍্যাম ও 48 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা

ডিজাইন

কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন OPPO Reno 3 Pro ফোনটি ডুয়েল পাঞ্চ হোল ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হয়েছে। তবে চীনে কিন্তু এই ফোনটি সিঙ্গেল পাঞ্চ হোলের সঙ্গেই লঞ্চ হয়েছিল। ফোনটির বেজল লেস ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে যার তিনদিক সম্পূর্ণভাবে বডি পার্টের সঙ্গে মিলিত হলেও নিচের দিকে হালকা বডি পার্ট আছে। ফোনের ডিসপ্লের ওপরের বাঁদিকে দুটি পাঞ্চ হোল আছে এবং এর মধ্যেই দুটি সেলফি ক‍্যামেরা অবস্থিত। 

OPPO Reno 3 Pro এর ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে ভার্টিক‍্যাল শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে চারটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে ক‍্যামেরা সেন্সর ডিটেইলস‌ও লেখা আছে। Reno 3 Pro এর ব‍্যাক প‍্যানেলে নিচের দিকে OPPO এর ব্র‍্যান্ডিং আছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। এক‌ইভাবে OPPO Reno 3 Pro ফোনটির নিচের প‍্যানেলে ইউএসবি পোর্ট আছে যার ডানদিকে স্পীকার গ্ৰিল ও বাঁদিকে 3.5 এম‌এম অডিও জ‍্যাক অবস্থিত।

আরও পড়ুন: জানা গেল Black Shark 3 এর স্পেসিফিকেশন, 12 জিবি র‍্যাম ও 65 ওয়াট চার্জিং সাপোর্টের সঙ্গে থাকবে স্ন‍্যাপড্রাগন 865 চিপসেট

দাম ও সেল

কোম্পানি তাদের OPPO Reno 3 Pro ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করেছে। ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,990 টাকা রাখা হয়েছে এবং এক‌ইভাবে এই ফোনের 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট 32,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আগামী 6 মার্চ থেকে OPPO Reno 3 Pro এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের সেল ফ্লিপকার্ট ও আমাজন ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে অফলাইন রিটেইল স্টোরেও শুরু হয়ে যাবে।

OPPO Reno 3 Pro কেনার সময় গ্ৰাহক যদি এইচডিএফসি ও আইসিআইসিআই ব‍্যাঙ্কের কার্ড অথবা আরবিএল ক্রেডিট কার্ড বা ইয়েস ব‍্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন তবে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন।

আরও পড়ুন: লঞ্চের আগেই চলে এল OPPO Reno 3 Pro এর ক‍্যামেরা ডিটেইলস, এতে থাকবে 2টি ফ্রন্ট ও 4টি রেয়ার ক‍্যামেরা

স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে OPPO Reno 3 Pro তে ডুয়েল পাঞ্চ হোলের সঙ্গে 6.4 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ও 256 জিবি মেমরিযুক্ত দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে যা মিডিয়াটেক পি95 চিপসেটে রান করে। এই ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন।

অসাধারণ ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য OPPO Reno 3 Pro তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি 64 মেগাপিক্সেলের। এর সঙ্গে এই ফোনে 13 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের মোনোক্রোম লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য OPPO Reno 3 Pro তে 44 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ সেন্সর আছে। OPPO Reno 3 Pro ফোনটিতে আল্ট্রা নাইট সেলফি মোড যোগ করা হয়েছে।

আরও পড়ুন: Realme 6 Pro তে থাকবে Snapdragon 720G চিপসেট, ডুয়েল পাঞ্চ-হোল ও 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে 5 মার্চ লঞ্চ হবে ভারতে

ব‍্যাটারী ও কানেক্টিভিটি

সিকিউরিটির জন্য OPPO Reno 3 Pro তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 30W VOOC Flash Charge 4.0 টেকনিকযুক্ত 4,025 ‌এম‌এএইচের ব‍্যাটারী আছে। কোম্পানি OPPO Reno 3 Pro ফোনটি অরোরা ব্লু, মিডনাইট ব্ল‍্যাক ও স্কাই হোয়াইট কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here