জানুয়ারির শেষে লঞ্চ হতে পারে Reno সিরিজের লো বাজেট স্মার্টফোন OPPO Reno 8T, জেনে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন 

সম্প্রতি 91 মোবাইলের তরফে জানানো হয়েছিল যে OPPO ভারতে Reno 9 পেশ না করে সরাসরি Reno 10 সিরিজ পেশ করতে চলেছে। আজ একটি নতুন খবর সামনে এসেছে। খবর অনুযায়ী কোম্পানি OPPO Reno 8 সিরিজে মডেল Reno 8T লঞ্চ করতে চলেছে এবং এই ফোনটি জানুয়ারী মাসের শেষের আগেই লঞ্চ হবে। আমরা এই তথ্যটি অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে পেয়েছি যেখানে কোম্পানির তরফে অফলাইন রিটেল স্টোরগুলিকে জানানো হয়েছে যে কোম্পানি বাজেট এবং মিড বাজেট সেগমেন্টে 5G পোর্টফোলিও আরও শক্তিশালী করতে চায়। তাই এই জানুয়ারি মাসেই কোম্পানি Reno সিরিজের সেরা মডেল Reno 8 লঞ্চ করবে। আরও পড়ুন: এই শহরগুলিতে চালু হয়েছে Jio 5G পরিষেবা, দেখে নিন তালিকা

যদিও সম্প্রতি একটি লিক রিপোর্টে দাবি করা হয়েছে যে এই ফোনটি কোম্পানি OPPO F23 নামে পেশ করতে পারে। টিপস্টার পারস গুলানি একটি টুইটের মাধ্যমে জানিয়েছেন যে OPPO Reno 8T ফোনটিকে ভারতে OPPO F23 5G নামে পেশ করা হবে, যদিও এই তথ্যটি সম্পূর্ণ নিশ্চিত নয়।

OPPO Reno 8T এর স্পেসিফিকেশন (লিক)

OPPO Reno 8T স্মার্টফোনটি সম্প্রতি সার্টিফিকেশন সাইট গিকবেঞ্চে তালিকাভুক্ত হয়েছে। সেখানে এই ফোনটি Qualcomm Snapdragon 695 চিপসেটে কাজ করছে এবং এই ফোনে 8GB র‍্যাম ম্যামোরি দেওয়া হয়েছে। লিক হওয়া এই ফোনটি অ্যান্ড্রয়েডের নতুন OS 13 এ কাজ করছে। গিকবেঞ্চে তালিকাভুক্ত এই ফোনটি সিঙ্গল কোরে 554 স্কোর করেছে এবং মাল্টি স্কোরে 1873 পর্যন্ত স্কোর করেছে। আরও পড়ুন: এবার Android ফোনেও পাওয়া যাবে iPhone এর মতো emergency SOS ফিচার, জেনে নিন ডিটেইলস

টিপস্টার পারস এই ফোনের একটি ইমেজ লিক করেছেন যেখানে এই ফোনে পাঞ্চ হোল ফ্রন্ট ক্যামেরা দেখা গেছে। যেখানে আগের প্যানেলে ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছিল। রেয়ার প্যানেল দুটি রিং রয়েছে। যেখানে প্রথম রিং-এ ফোনের প্রাইমারি ক্যামেরা এবং নিচের রিং এ সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনে কোম্পানি 67 W চার্জিং এর সাপোর্ট দিয়েছে।

OPPO A78 5G স্মার্টফোনটিও হতে পারে লঞ্চ

খবর অনুযায়ী OPPO শীঘ্রই তাদের A সিরিজের পোর্টফোলিওতে নতুন একটি ফোন যুক্ত করতে চলেছে। ভারতে শীঘ্রই OPPO A78 5G স্মার্টফোনটি লঞ্চ হতে পারে। এই ফোনটি এই সপ্তাহে লঞ্চ হতে পারে। OPPO A78 5G স্মার্টফোনে 6.6-ইঞ্চের স্ক্রিন দেখা যাবে। এই ফোনে 5,000mAh ব্যাটারি থাকবে। প্রসেসিং এর জন্য এই ফোনে MediaTek Dimensity 700 চিপসেট থাকবে। এছাড়াও এই ফোনে 8GB র‍্যাম এবং 4GB ভার্চুয়াল র‍্যাম দেখা যাবে। এই ফোনটি 128GB এর ইন্টারনাল মেমোরি সাপোর্ট করবে। আরও পড়ুন: এবার থেকে আধার কার্ডের সাহায্যেই সেট করতে পারবেন UPI PIN, জেনে নিন উপায় 

ফটোগ্রাফির জন্য OPPO A78 5G ফোনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে 2 মেগাপিক্সল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সল ম্যাক্রো সেন্সর এর শক্তি থাকবে। কোম্পানি এই ফোনটি Android 13 এ লঞ্চ করতে পারে। এই ফোনে একটি 5,000mAh ব্যাটারি থাকবে যা 18W ফাস্ট চার্জিং এর সাপোর্ট সহ পেশ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here