ফ্লিপকার্টে সেল করা হবে Oppo Reno, ভারতে লঞ্চ হবে 28 মে

চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Oppo ভারতে আগামী 28 মে তাদের নতুন Reno সিরিজ লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগে কোম্পানি ফ্লিপকার্টে একটি টিজার শেয়ার করেছে, যেখান থেকে জানা গেছে ফোনটি এক্সক্লুসিভ ফ্লিপকার্টে বেচা হবে।

পপ-আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে ভারতে আসতে চলেছে Realme X, দাম হবে 18 হাজার টাকার‌ও কম

ফ্লিপকার্টে একটি পেজে Oppo Reno এর স্ট‍্যান্ডার্ড ভেরিয়েন্ট লিস্টেড করা হয়েছে। তবে এই মুহূর্তে ফোনটির দাম ও সেল সম্পর্কে কোনো তথ্য সেখানে দেওয়া হয়নি। এর সঙ্গে লেটেস্ট লঞ্চ ফোনের লিস্টে Google Pixel 3a ফোনটিও দেখা গেছে। টিজার দেখে মনে করা হচ্ছে কোম্পানি ভারতে শুধুমাত্র Oppo Reno এর স্ট‍্যান্ডার্ড ভেরিয়েন্ট‌ই লঞ্চ করবে। তবে হয়তো পরবর্তীকালে Oppo Reno 10X Zoom Edition ও ভারতে লঞ্চ ও সেল করা হতে পারে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এবিষয়ে কোনো সঠিক তথ্য দেওয়া সম্ভব নয়।

Oppo Reno এর স্ট‍্যান্ডার্ড মডেলে 6.4 ইঞ্চির সম্পূর্ণ বেজল লেস ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে কোনোরকম নচ দেখা যাবে না। এই ফোনের সেলফি ক‍্যামেরা একদম অন্য ধরনের। এতে পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হলেও তা তেরচা ভাবে খোলে। এতে সেলফি ও ভিডিও কলিঙের জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই নতুন ক‍্যামেরার নাম “শার্ক ফিন পপ আপ” রাখা হয়েছে। এই পপ আপের মধ্যেই সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেলফির কম‍্যান্ড দিলে ফোন বডির বাইরে বেরিয়ে আসে। সাধারণত পপ আপ ক‍্যামেরা যেখানে চৌকো আকারের হয় Oppo Reno এর পপ আপ ক‍্যামেরা ত্রিকোণ আকারের যার একদিক ওপরে ওঠে।

ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সময় লঞ্চ হবে Oppo A9, জেনে নিন এর বিশেষত্ব

এর সঙ্গে কোম্পানি এতে 48 মেগাপিক্সেল (IMX586) ও 5 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দিয়েছে যা এআই টেকনিকযুক্ত। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটে রান করে। এতে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে কালার ওএস 9 দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 3,765 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। চীনে ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এছাড়া ফোনটির একটি 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট‌ও আছে। তবে ভারতে কোন মডেলটি লঞ্চ হবে তা এখনই বলা সম্ভব নয়।

Oppo Reno 10X Zoom Edition এ ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেলের Sony IMX586 সেন্সর দেওয়া হয়েছে। সেট‌আপের দ্বিতীয় ক‍্যামেরা সেন্সরটি 8 মেগাপিক্সেলের যা 120 ডিগ্রি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এতে আরেকটি 13 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে।

Redmi 7 এর জন্য আর ফ্ল‍্যাশ সেলের অপেক্ষা করতে হবে না, আজ থেকে শুরু ওপেন সেল

এই ফোনে 6.65 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা গোরিলা গ্লাস 6 দিয়ে প্রোটেক্টেড। কোম্পানি এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করেছে। অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে এই ফোনটি কালার ওএস 6 এ কাজ করে এবং এতে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে ভিওওসি 3.0 ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,065 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here